মতুয়া সংঘের মহাসম্মেলনে জামায়াত প্রতিনিধি

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (মাগুরা)
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ২১: ১০
আপডেট : ০৯ জুন ২০২৫, ২১: ৩৯

মাগুরার শ্রীপুরে তৃতীয় বার্ষিকী শ্রী শ্রী হরিদাস ঠাকুর মতুয়া সংঘের মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দিনব্যাপী গোবিন্দপুর মতুয়া সংঘের আয়োজনে গোবিন্দপুর পশ্চিম পাড়া সার্বজনীন মতুয়া সংঘ মন্দির প্রাঙ্গণে এ মহা সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

দেশের বিভিন্ন জেলা থেকে অন্তত ৩০টি মতুয়া সংঘ অনুষ্ঠানে যোগদান করে। এ সময় দূরদূরান্ত থেকে আসা শত শত মতুয়া ভক্তবৃন্দের উপস্থিতি লক্ষ করা যায়। উপজেলার একমাত্র গোবিন্দপুর মতুয়া সংঘ প্রতিবছর এ অনুষ্ঠানটি আয়োজন করে থাকে।

গোবিন্দপুর পশ্চিম পাড়া সার্বজনীন মতুয়া সংঘ মন্দিরের সভাপতি মৃনাল রায় ও নাকোল ইউনিয়ন বিএনপির সভাপতি শ্রীপতি রায়ের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের মাগুরা জেলা শাখার আমির এম বি বাকের, সাবেক জেলা আমির আব্দুল মতিন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, জেলা জামায়াতের অমুসলিম শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার বিশ্বাস, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, শ্রীপুর উপজেলা জামায়াতের সভাপতি অধ্যাপক ফকউদ্দিন মিজান, সাধারণ সম্পাদক মোল্যা মিজানুর রহমান, নাকোল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান, সাবেক সভাপতি শুকুর আলী, সাবেক সাধারণ মঈমুল হাসান মুক্তি, সাবেক সাংগঠনিক সম্পাদক বাচ্চু মোল্যা, মাগুরা জেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি টুকু খান, শ্রীপুর কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত