আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাগেরহাট-৩ আসনের জামায়াত প্রার্থী

হিন্দুদের পাশে জামায়াত অতীতেও ছিল, আগামীতেও থাকবে

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

হিন্দুদের পাশে জামায়াত অতীতেও ছিল, আগামীতেও থাকবে
মোংলায় উঠান বৈঠকে এক হিন্দু ধর্মাবলম্বীকে উত্তরীয় পরিয়ে দেন বাগেরহাট-৩ আসনের জামায়াত প্রার্থী শেখ আব্দুল ওয়াদুদ। ছবি : আমার দেশ

জামায়াতে ইসলামী অতীতেও হিন্দু ধর্মাবলম্বীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে বলে মন্তব্য করেছেন বাগেরহাট-৩ আসনে (মোংলা-রামপাল) দলটির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।

মঙ্গলবার বিকেলে মোংলার মিঠাখালী ইউনিয়নের নিতাইখালী এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে এক উঠান বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন

জামায়াতের বাগেরহাট জেলা নায়েবে আমির শেখ আব্দুল ওয়াদুদ বলেন, জামায়াতে ইসলামী অতীতেও হিন্দু ধর্মাবলম্বীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষাই জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই মিলেই এ দেশ গড়ে তুলেছে। ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক মর্যাদা রক্ষায় আমরা সব সময় সোচ্চার ভূমিকা পালন করেছি।’

জামায়াতের এই নেতা বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা, দখলবাজি ও অনিয়মের রাজনীতি বন্ধ করে মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সৎ, দক্ষ ও আদর্শবান নেতৃত্ব প্রয়োজন। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সব নাগরিক সমান অধিকার ও ন্যায়বিচার পাবে—এটাই আমাদের অঙ্গীকার।’

বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোংলা উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক কোহিনূর সরদার। তিনি বলেন, ‘ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সম্মান বজায় রেখেই একটি শান্তিপূর্ণ সমাজ গড়া সম্ভব। জামায়াতে ইসলামী সবসময় সংখ্যালঘু সম্প্রদায়ের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে দায়িত্বশীল ভূমিকা রেখে এসেছে।’

বৈঠকে সভাপতিত্ব করেন মনোরঞ্জন হালদার। তিনি হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক ও নাগরিক সমস্যার কথা তুলে ধরে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন। এসময় পৌরসভা ও উপজেলা জামায়াতের নেতা এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন