আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাতক্ষীরায় বিদ্যুৎকেন্দ্রে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা

সাতক্ষীরায় বিদ্যুৎকেন্দ্রে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সাতক্ষীরায় বিনেরপোতা বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।

বিজ্ঞাপন

শনিবার বেলা ১১টা ১০ মিনিটে শহরের পাশে স্থাপিত ১৩২/৩৩ কেভি বিদ্যুৎকেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রথমে একটি ট্রান্সফরমারে আগুন লেগে মুহূর্তের মধ্যে সাবস্টেশনের চারদিকে ছড়িয়ে পড়ে। মূল গ্রিডে আগুন লাগায় সাথে সাথে জেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়।

আগুন লাগার কিছুক্ষণের মধ্যে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।

এ খবর লেখা পর্যন্ত জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। কী কারণে ট্রান্সফরমারে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট হওয়া যায়নি। এ সময় বারবার চেষ্টা করেও সাতক্ষীরা বিদ্যুৎ বিভাগের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন