রাতে হকিস্টিক-রামদা নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৭

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০৫: ৩৭
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৬: ০৮

ঝিনাইদহের কালীগঞ্জে বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছে।

আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এলাকাবাসী জানায়, বুধবার উপজেলার সিংদহ ও আলাইপুর গ্রামের বিএনপির দু’গ্রুপের মধ্যে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো নিয়ে কথা কাটাকাটি হয়। এসময় স্থানীয় মুরুব্বিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও বৃহস্পতিবার রাত ৮টার দিকে চাচড়া গ্রামে উভয়পক্ষ হকিস্টিক, রামদা নিয়ে সংঘর্ষে ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে কালীগঞ্জ উপজেলার আলাইপুর গ্রামের রিপন (৪৫), লোকমান হোসেন (৬০) বিল্লাল হোসেন (৪০) রামদার আঘাতে গুরুতর আহত হন। আহতদের মধ্যে বিল্লাল হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত আছে। এ বিষয়ে এখনও কোনো মামলা হয়নি। এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত