আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সুন্দরবনে নিখোঁজের দুই দিন পর প্রবাসী পাইলটের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

সুন্দরবনে নিখোঁজের দুই দিন পর প্রবাসী পাইলটের লাশ উদ্ধার

বাগেরহাটের মোংলায় পশুর নদীতে দ্রুতগামী বোটের স্রোতের তোড়ে জালি বোট উল্টে নিখোঁজের দুই দিন পর আমেরিকান প্রবাসী পাইলট রিয়ানার লাশ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার সকালে মোংলা সাইলো জেটি সংলগ্ন এলাকায় তার লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

সোমবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান, গত শনিবার ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে জালি বোট যোগে যাত্রা শুরু করে। অতঃপর বোটটি দুপুর ১টায় সুন্দরবনের ঢাংমারি খাল সংলগ্ন এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ের তোড়ে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় বোটের সহায়তায় ১৩ জন পর্যটককে জীবিত উদ্ধার করা হলেও ১ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তীতে বোটে থাকা জনৈক এক ব্যক্তি বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করেন। লাশ উদ্ধার করে চাঁদপাই নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন