চুয়াডাঙ্গায় এক দিন বিরতির পর আবার শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। কুয়াশা আর হীম বাতাসে জবুথবু জনজীবন। তাপমাত্রা কমে যাওয়ায় বেড়েছে শীতের দাপট। পৌষের তীব্র শীতে কাতর প্রাণপ্রকৃতি।
সোমবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। গতকাল রবিবার তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন সূর্যের দেখা মেলেনি। শীতের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।
এদিকে জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, চারটি উপজেলায় শীতার্ত মানুষের মধ্যে ১৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে । তবে তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।
আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, এক দিন পর আজ আবার শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। ১২ জানুয়ারি পর্যন্ত এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

