
উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘রাঙ্গা বাহিনীর’ প্রধানকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার সকালে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালাবগি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কোস্ট গার্ড সদর দপ্তর থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, রোববার সকাল ৬টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালাবগি এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ‘রাঙ্গা বাহিনী’র প্রধানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি একনলা বন্দুক এবং ৬ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।
রোববার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ডাকাতের নাম নজরুল শেখ (৪৮)। সে বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে সে তার বাহিনী নিয়ে সুন্দরবনে ডাকাতি, চাঁদাবাজি ও বনদস্যুতা করে আসছিল।
কোস্ট গার্ড জানায়, এই ‘রাঙ্গা বাহিনী’ সুন্দরবনের জঙ্গলবাড়ি এবং বনবিবি রিসোর্টে চাঁদা দাবি করে চিঠি দিয়ে এসেছিল। এরপর থেকেই উক্ত বাহিনীকে আটকের জন্য কোস্ট গার্ড অভিযান শুরু করে। এর আগে, গত ১২ সেপ্টেম্বর অস্ত্র ও গোলাবারুদসহ রাঙ্গা বাহিনীর আরও ২ সদস্যকে আটক করা হয়েছিল এবং তাদের হাতে জিম্মি থাকা ৪ জন জেলেকে উদ্ধার করা সম্ভব হয়েছিল।
জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের সমন্বিত অভিযান অব্যাহত রাখবে।

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘রাঙ্গা বাহিনীর’ প্রধানকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার সকালে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালাবগি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কোস্ট গার্ড সদর দপ্তর থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, রোববার সকাল ৬টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালাবগি এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ‘রাঙ্গা বাহিনী’র প্রধানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি একনলা বন্দুক এবং ৬ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।
রোববার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ডাকাতের নাম নজরুল শেখ (৪৮)। সে বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে সে তার বাহিনী নিয়ে সুন্দরবনে ডাকাতি, চাঁদাবাজি ও বনদস্যুতা করে আসছিল।
কোস্ট গার্ড জানায়, এই ‘রাঙ্গা বাহিনী’ সুন্দরবনের জঙ্গলবাড়ি এবং বনবিবি রিসোর্টে চাঁদা দাবি করে চিঠি দিয়ে এসেছিল। এরপর থেকেই উক্ত বাহিনীকে আটকের জন্য কোস্ট গার্ড অভিযান শুরু করে। এর আগে, গত ১২ সেপ্টেম্বর অস্ত্র ও গোলাবারুদসহ রাঙ্গা বাহিনীর আরও ২ সদস্যকে আটক করা হয়েছিল এবং তাদের হাতে জিম্মি থাকা ৪ জন জেলেকে উদ্ধার করা সম্ভব হয়েছিল।
জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের সমন্বিত অভিযান অব্যাহত রাখবে।

কুষ্টিয়ায় জামায়াতের এমপি প্রার্থী মুফতি আমির হামজাকে মসজিদে রাজনৈতিক বক্তব্য দিতে নিষেধ করায় বিএনপি নেতাকে লাঞ্ছিত করেছে দলটির নেতাকর্মীরা। লাঞ্ছনার শিকার শাজাহান আলী হান্নান বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি ও মসজিদ কমিটির সভাপতি।
৬ মিনিট আগে
মো. সাইফুল ইসলাম বলেন, ‘তদন্তের বিষয়ে মাঝপথে কোনো কিছু বলা সম্ভব না, যদি বলি তাহলে তদন্ত সম্পন্ন না হওয়ার একটা আশঙ্কা থেকে যায়। তদন্তের বেশ অগ্রগতি হয়েছে, সাজিদকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই হত্যা করেছে বলে ধারণা করছি। তবে একটু সময় লাগবে। সে সময়টুকু আমাদের দিতে হবে। আশা করি সবার সহযোগিতা
১৪ মিনিট আগে
আহত রাজিয়া জানান, আমার স্বামী ইরফান মিয়া অপর এক ব্যবসায়ী ইসমাইলের কাছে স্যানেটারি পণ্য বিক্রির ২৫ লাখ টাকা পাওনা। গত এক বছর যাবৎ তিনি এই বকেয়া পরিশোধ করছেন না, উল্টো তাদের হুমকি দেন। এই ঘটনায় কয়েকমাস আগে নারায়ণগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলাও করেন। মামলাটি আসামিপক্ষের হয়ে বিএনপি
২৬ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আমাদের লক্ষ্য হবে বিনিয়োগের মাধ্যমে কীভাবে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র—বিশেষ করে ল্যান্ডিং স্টেশন আধুনিকায়ন করা যায়।
৩৪ মিনিট আগে