আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মেহেরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

জেলা প্রতিনিধি, মেহেরপুর
মেহেরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার সকাল ৯টার দিকে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বামন্দীতে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত রাকেশ গাংনী উপজেলার তেরাইল গ্রামের কামিরুল ইসলামের ছেলে ও স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষর্দশীরা জানান, সকাল ৯টার দিকে রাকেশ ও তার বন্ধুরা দুটি বাইক নিয়ে বেপরোয়া গতিতে যাবার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাইকের সাথে মুখোমুর্খী সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেলে থাকা রাকেশ ও শয়ন এবং অভিক তিনজন সড়কে পড়ে গুরত্বর আহত হয়। দ্রুত তাদের উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাকেশকে মৃত ঘোষণা করে। শয়নের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অভিককে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, বামন্দীতে দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন