দেশি মাছের উৎপাদন বাড়াতে ভূমিকা রাখতে হবে: যবিপ্রবি ভিসি

স্টাফ রিপোর্টার, যশোর
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১৭: ১৮
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১২: ২১

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মজিদ বলেছেন, দেশি মাছের উৎপাদন ক্রমে কমছে। দেশি মাছ উৎপাদন বাড়াতে ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্সেস (এফএমবি) বিভাগের শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে।

বিজ্ঞাপন

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ মঙ্গলবার যবিপ্রবির গবেষণা পুকুরে পোনা অবমুক্তকরণ ও শোভাযাত্রা শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য একথা বলেন। এফএমবি বিভাগ এই কর্মসূচি আয়োজন করে।

শিক্ষার্থীদের উদ্দেশে ড. মজিদ আরও বলেন, এফএমবির শিক্ষার্থীদের পরামর্শ ও দিানির্দেশনায় চাষিরা মাছ উৎপাদন বাড়াতে পারবে। তিনি মৎস্যচাষিদের নিয়ে ক্যাম্পেইন করে তাদের সচেতনতা বৃদ্ধি করারও আহ্বান জানান।

আজকের কর্মসূচি শুরু হয় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা পুকুর-সংলগ্ন রাস্তায় গিয়ে শেষ হয়। পরে গবেষণা পুকুরে বিভিন্ন জাতের পোনা অবমুক্ত করা হয়। শিক্ষার্থীরা রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা ও পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, আমরা ইতোমধ্যে সাতক্ষীরায় কোস্টরাল অ্যান্ড ব্রাকেশওয়াটার সেন্টার খুলতে যাচ্ছি। যার লক্ষ্য সামুদ্রিক মাছ ও প্রাণিজ বিষয়ে গবেষণা করা। এই সেন্টার ব্যবহার করে শিক্ষার্থীরা মৎস্য গবেষণায় আরও অবদান রাখতে পারবে।

ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, অধ্যাপক ড. মঞ্জুরুল হক, অধ্যাপক ড. মীর মোশাররফ হোসেন, সহকারী অধ্যাপক অনুশ্রী বিশ্বাস, প্রভাষক শারমিন নাহারসহ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত