বেনাপোল সীমান্তে এবার হচ্ছে না দু’বাংলার মিলনমেলা

রোকনুজ্জামানে রিপন, (বেনাপোল) যশোর
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ১৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যশোরের বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে নির্মাণ করা হতো অস্থায়ী শহীদ মিনার। বাংলাদেশ-ভারতের ভাষাপ্রেমীরা এ শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণ করতেন। দু’বাংলার বাংলা ভাষাপ্রেমীদের মিলনমেলা বসতো সেখানে। কিন্তু এবার আর এমন দৃশ্য দেখা যাবে না।

বিজ্ঞাপন

এ ব্যাপারে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, দেশে জালেম সরকারের পতনের পরে দু’দেশের রাজনৈতিক টানাপোপড়েন এবং আন্তর্জাতিক সম্পর্ক ভালো না থাকার কারণে এবার বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে একুশের মিলন মেলা হচ্ছে না। দেশের রাজনৈতিক পরিস্থিতি উন্নতি হলে আগামী বছর থেকে পুনরায় অনুষ্ঠান করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, প্রতিবছরই একুশে ফেব্রুয়ারি বেনাপোল স্থানীয় প্রশাসন আয়োজন করে থাকে। এবছর বেনাপোল প্রশাসন কর্তৃক আয়োজিত না হওয়ার কারণে দুই বাংলার মিলনমেলা অনুষ্ঠানটি হচ্ছে না।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত