আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সবাইকে সততার সাথে দেশের জন্য কাজ করতে হবে: স্বরাষ্ট্র সচিব

উপজেলা প্রতিনিধি, চৌগাছা (যশোর)

সবাইকে সততার সাথে দেশের জন্য কাজ করতে হবে: স্বরাষ্ট্র সচিব

সবাইকে সততার সাথে মানুষের জন্য কাজ করতে হবে তাহলে দেশ এগিয়ে যাবে। দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে । চৌগাছা সমিতি ঢাকার উদ্যোগে প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে সিনিয়র স্বরাষ্ট্র সচিব ও চৌগাছা সমিতি ঢাকার সভাপতি নাসিমুল গনি শেলী একথা বলেন।

শুক্রবার চৌগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক জনাব আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ইন্সটিটিউট অব কিডনি ডিজিজেজ এন্ড ইউরোলজীর সাবেক পরিচালক ও চৌগাছা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান।

বিজ্ঞাপন

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, সেচ্ছায় অন্যের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা মানুষের একটি মহৎ গুণ। যারা  স্বেচ্ছাসেবক অন্যের কল্যাণে ও অসহায়দের পাশে দাড়ায় আল্লাহ তাদেরকে পছন্দ করেন।  যারা কোনো আশা, প্রত্যাশা না করেই নিজের সর্বোচ্চ দিয়ে সাহায্য করার চেষ্টা করেন তারাই সমাজের সম্পদ। লাভ-ক্ষতির হিসেব  না করেই সমাজ সেবকরা সর্বদা দেশ ও মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দেন।

যখন একজন মানুষ নিজেকে অন্যের কল্যাণে বিলিয়ে দেবে তখনই একটি উন্নত রাষ্ট্রে কোনো অভাব থাকবে না। যখন সকল শ্রেণির মানুষের মেধা, দক্ষতা, গুণ, পরিশ্রম একত্রে প্রয়োগ হবে তখন একটি সুন্দর সমৃদ্ধ রাষ্ট্র গঠন সম্ভব হবে।

অনুষ্ঠানে আরো আলোচনা করেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুসাইন শওকত, যশোর জেলা পুলিশ সুপার রওনক জাহান,যশোর জেলা সিভিল সার্জন ডা. মাসুদ রানা, স্বরাস্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মাহবুবুর রহমান মিলন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম, চৌগাছা সমিতি ঢাকার দপ্তর সম্পাদক শাহাঙ্গীর আলম প্রমুখ।

এ সময় প্রধান অতিথি উপজেলার বিভিন্ন গ্রামের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও বৃদ্ধদের মাঝে দুইশোটি হুইল চেয়ার বিতরণ করেন। এরপর প্রধান অতিথি চৌগাছার মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং খাইরুন্নেছা নাসিং ইন্সটিটিউটের উদ্বোধন করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন