আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক

বাগেরহাটের মোংলায় সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ভাইজোড়া খাল এলাকা থেকে আটক করেছে কোস্ট গার্ড।

বিজ্ঞাপন

শনিবার ভোর ৬টায় কোস্টগার্ড অভিযান চালিয়ে তাদের আটক করে।

কোস্টগার্ড জানায়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৬টায় কোস্টগার্ড বেইস মোংলা ও স্টেশন হারবাড়িয়া কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা থেকে একটি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড ফাঁকা কার্তুজসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগীকে আটক করা হয়।

শনিবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আমার দেশকে এ তথ্য জানান।

আটককৃত ডাকাত ফারুক ব্যাপারী (৩০) ও ইমদাদুল ব্যাপারী (২৭) বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল। আটককৃত ডাকাত ও জব্দকৃত সকল আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন