আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

খুলনা ব্যুরো
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

খুলনার রূপসা সেতুর পূর্বপাড়ে জাবুসা ফিলিং স্টেশনের সামনে দুর্বৃত্তদের গুলিতে সাগর নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, কীভাবে তাকে গুলি করা হয়েছে—এ ঘটনা কেউ প্রত্যক্ষ করেনি। ঘটনাস্থলটি নির্জন ও ফাঁকা থাকায় তাৎক্ষণিকভাবে কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

গুলিবিদ্ধ অবস্থায় সাগরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক) এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ তদন্ত কার্যক্রম চালাচ্ছে। ঘটনার বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

জানা গেছে, নিহত সাগর পেশায় কাপড় ব্যবসায়ী। তার পিতার নাম ফায়েক শেখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন