আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সেনাবাহিনীর অভিযানে পিস্তল ও গুলিসহ স্বামী-স্ত্রী আটক

উপজেলা প্রতিনিধি, দৌলতপুর (কুষ্টিয়া)

সেনাবাহিনীর অভিযানে পিস্তল ও গুলিসহ স্বামী-স্ত্রী আটক

কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনী অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী আনোয়ার হোসেন (৩৮) ও তার স্ত্রী কমেলা বেগমকে (৩৩) আটক করেছে।

মঙ্গলবার ভোররাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে অস্ত্র ও গুলিসহ তাদের আটক করা হয়। আটক সন্ত্রাসী আনোয়ার হোসেনের বিরুদ্ধে হত্যা, মাদক চোরাচালান ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞাপন

কুষ্টিয়া সেনাবাহিনী ক্যাম্প সূত্র জানায়, হত্যা, মাদক ও অস্ত্র মামলাসহ একাধিক মামলার এজাহার ভুক্ত আসামি আনোয়ার হোসেন অস্ত্রসহ নিজ বাড়িতে অবস্থানের সংবাদ পেয়ে সেনাবাহিনী অভিযান চালায়। এসময় আনোয়ার হোসেনকে আটক করা হয় এবং বাড়ি তল্লাশি করে তার শয়নকক্ষ থেকে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আনোয়ার

হোসেনের অপরাধের সহযোগী তার স্ত্রী কমেলা বেগমকেও আটক করে ক্যাম্পে নেয় সেনা সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক চোরাচালানসহ নানা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আটক আনোয়ার হোসেন

ও তার স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাদের দৌলতপুর থানায় হস্তান্তর করা হবে বলে সেনা ক্যাম্প সূত্র নিশ্চিত করেছে।

এলাকাবাসীর অভিযোগ, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত। চুক্তিতেও হত্যাসহ বিভিন্ন অপরাধ সংঘটিত করে থাকে। বিভিন্ন অপরাধের ঘটনায় দৌলতপুর থানাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন