ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আব্দুল মান্নান (৩৫) নামের এক বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুরে উপজেলার বেনীপুর বিওপির ৬১/৭ মেইন পিলারের পাশে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা হয়। বিজিবির হাতে আসা বাংলাদেশি নাগরিক ফেনী সদর জেলার পদুয়া গ্রামের আব্দুল মমিনের ছেলে। তিনি ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশ আগমনকালে বিএসএফ সদস্যরা তাকে আটক করে। পরে বিএসএফ পতাকা বৈঠকের আয়োজন করে এবং বাংলাদেশি নাগরিকের নাম-ঠিকানা বাছাই করে বিজিবির কাছে হস্তান্তর করে। হস্তান্তরের পর বিজিবি তাকে জীবননগর থানায় হস্তান্তর করেছে।

