আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মাহমুদ হাসান খাঁন বাবুর নির্বাচনি পথসভায় আওয়ামী লীগের ২২ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
সোমবার বিকেলে মাহমুদ হাসান খাঁন বাবু গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর ও খাড়াগোদাসহ মোট ৭টি পৃথক স্থানে পথসভা করেন। তার বক্তৃতায় তিনি ভোটাধিকার পুনরুদ্ধার, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি বেকারের কর্মসংস্থান এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘মোবাইল হাসপাতাল’ চালু করার অঙ্গীকার করেন।
এ সময় পথসভার শেষ পর্যায়ে গহেরপুর থেকে ৯ জন এবং খাড়াগোদা থেকে ১৩ জন—মোট ২২ জন আওয়ামী লীগ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
বিএনপি প্রার্থী মাহমুদ হাসান খাঁন বাবু বলেন, একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়াই অন্তর্বর্তীকালীন সরকারের মূল এজেন্ডা। মানুষ দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, আগামী নির্বাচনে তারা নির্ভয়ে নিজেদের ভোট প্রয়োগ করতে পারবে। তিনি আরও বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার; বিএনপি ধর্মকে রাজনীতির সাথে মেলাতে চায় না।
পথসভাগুলোতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন মিল্টন, দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাতসহ স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

