আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভারতে অনুপ্রবেশের সময় আটক ৮ বাংলাদেশি

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ভারতে অনুপ্রবেশের সময় আটক ৮ বাংলাদেশি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটজন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানানো হয়, ৫৮ বিজিবির অধীনস্ত শ্যামকুড় ও বাঘাডাংঙ্গা বিওপির টহল দল সীমান্ত পিলার ৬০/২৯-আর থেকে মাত্র ১০ গজ ভেতরে হুদাপাড়া গ্রামের আমবাগান থেকে তাদেরকে আটক করা হয়।

তাদের মধ্যে ৬ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন। আটকরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাজ্জাদুর রহমান আমার দেশকে বলেন, আটকদের মধ্যে ছয় জনকে জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। অন্যদের আদালতে সোপর্দ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন