আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দৌলতপুরে নারীর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, দৌলতপুর (কুষ্টিয়া)

দৌলতপুরে নারীর লাশ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর মাঠ থেকে জাইমা খাতুন (৫২) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় লোকজন পুলিশকে খবরে দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

জাইমা খাতুন চরসাদিপুর গ্রামের মৃত আফাজ উদ্দিনের মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন এবং দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাঠের মধ্যে মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকা লাশ দেখতে পেয়ে তারা থানায় খবর দেন। পরে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, “মরদেহের পায়ে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং মুখ বাঁধা অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘাস কাটাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন