আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চুয়াডাঙ্গায় শীতে বিপর্যস্ত জনজীবন, তাপমাত্রা ১০.৭ ডিগ্রি

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় শীতে বিপর্যস্ত জনজীবন, তাপমাত্রা ১০.৭ ডিগ্রি

চুয়াডাঙ্গায় হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। বিশেষ করে ছিন্নমূল ও অসহায় মানুষের দুর্ভোগ চরমে। তীব্র শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হওয়া খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে। বিশেষ করে প্রয়োজন ছাড়া সকালে কেউ বের হয় না।

বিজ্ঞাপন

শহরের ভ্যানচালক শহিদুল হক বলেন, তীব্র শীতের কারণে ভ্যান চালাতে কষ্ট হচ্ছে। সকালে যাত্রী খুবই কম। প্রচণ্ড ঠান্ডার কারণে লোকজনের দেখা মিলছে না। রাস্তায় লোকজনও কম।

শহরের বড় বাজারে কাজের সন্ধানে বের হওয়া দিনমজুরেরা বলেন, কনকনে শীত পড়ছে, সঙ্গে বাতাসে আরও শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে। তার পরও থেমে নেই কাজ। বাধ্য হয়েই কর্মস্থলে যেতে হচ্ছে। শীতে কাজ না পেয়ে বাড়িতে ফিরছেন অনেকেই।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, গতকাল মঙ্গলবার তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ বুধবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। এর তিন ঘণ্টা পর সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন