আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মোংলায় ৯৪ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

মোংলায় ৯৪ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ

বাগেরহাটের মোংলা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৯৪ লাখ টাকার বিপুল পরিমাণ অবৈধ জাল ও পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড।

বিজ্ঞাপন

শনিবার ২৯ নভেম্বর সকাল ৮টায় মোংলা ফেরিঘাট এলাকা থেকে ট্রাকসহ অবৈধ পলিথিন আটক করা হয়।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ নভেম্বর সকাল ৮টায় কোস্টগার্ড বেইস মোংলা কর্তৃক বাগেরহাটের মোংলা থানাধীন ফেরিঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি ট্রাক তল্লাশি করে প্রায় ৯০ লক্ষ ৫০ হাজার টাকার ২ লাখ ৫২ হাজার মিটার বিভিন্ন প্রকার অবৈধ জাল এবং ৩ লাখ ৬০ হাজার টাকার ৯০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।

জব্দকৃত অবৈধ জাল ও পলিথিন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন