আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভেড়ামারায় পিকআপের ধাক্কায় দুই পুলিশ সদস্য নিহত

উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা-ঈশ্বরদী (পাবনা)
ভেড়ামারায় পিকআপের ধাক্কায় দুই পুলিশ সদস্য নিহত

ঈশ্বরদী থানার নবাগত ডিএসবির (গোয়েন্দা শাখা) ওসি ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম (৫০) এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) কায়েস উদ্দীন (৫২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে পাকশী লালন শাহ সেতুর পশ্চিম অংশে টোলপ্লাজার সন্নিকটে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার।

তিনি জানান, মাত্র একদিন আগে ঈশ্বরদী থানায় ডিএসবির ওসি হিসেবে যোগদান করেছিলেন ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম। জরুরি কাজে তিনি এএসআই কায়েস উদ্দীনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে লালন শাহ সেতু এলাকায় যাচ্ছিলেন। এ সময় সেতুর পশ্চিম মুখে একটি কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, দুর্ঘটনার পর নিহত দুই পুলিশ সদস্যের মরদেহ কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশ হেফাজতে নেয়। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশ সার্জেন্ট দিপু সরকার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এদিকে, দায়িত্ব পালনের সময় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যুতে ঈশ্বরদী থানাসহ পুলিশ বিভাগে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার উদ্যোগ গ্রহণের আহ্বান শিক্ষা উপদেষ্টার

তারেক রহমানের জন্য বাসভবন ও অফিস প্রস্তুত

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার নাটোরের আওয়ামী লীগ নেতা

হাদির অবস্থা এখনও সংকটাপন্ন, মস্তিষ্কে অপারেশনের অপেক্ষায় ডাক্তাররা

মহান বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানালো ডিআরইউ

এলাকার খবর
খুঁজুন