চুয়াডাঙ্গা প্রতিনিধি
বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশের গণতন্ত্র ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়বে বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর বাজারে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ এসব কথা বলেন।
দুদু বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। এই নির্বাচনে সাধারণ জনগণ, শ্রমিক ও মেহনতি মানুষদের সঙ্গে নিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।’
তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘ঐক্য ছাড়া কোনোভাবে বিজয় সম্ভব নয়। বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না।’
সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে, গণতান্ত্রিক স্বাধীনতা বিপন্ন হবে। তাই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘গত ১৬ বছর ধরে বিএনপি ও নেতাকর্মীদের ওপর দমন-নিপীড়ন চালানো হয়েছে। এখন আর চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসী দিয়ে রাজনৈতিক বিজয় আনা সম্ভব নয়। জনগণের ভালোবাসা, শিক্ষা, অভিজ্ঞতা আর কৌশল দিয়েই বিজয় নিশ্চিত করতে হবে।’
তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে ধানের শীষকে বিজয়ী করার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভা শেষে দুদু আলমডাঙ্গার খাসকররা ও জামজামী এলাকায় গণসংযোগ করেন।
বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশের গণতন্ত্র ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়বে বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর বাজারে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ এসব কথা বলেন।
দুদু বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। এই নির্বাচনে সাধারণ জনগণ, শ্রমিক ও মেহনতি মানুষদের সঙ্গে নিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।’
তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘ঐক্য ছাড়া কোনোভাবে বিজয় সম্ভব নয়। বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না।’
সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে, গণতান্ত্রিক স্বাধীনতা বিপন্ন হবে। তাই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘গত ১৬ বছর ধরে বিএনপি ও নেতাকর্মীদের ওপর দমন-নিপীড়ন চালানো হয়েছে। এখন আর চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসী দিয়ে রাজনৈতিক বিজয় আনা সম্ভব নয়। জনগণের ভালোবাসা, শিক্ষা, অভিজ্ঞতা আর কৌশল দিয়েই বিজয় নিশ্চিত করতে হবে।’
তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে ধানের শীষকে বিজয়ী করার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভা শেষে দুদু আলমডাঙ্গার খাসকররা ও জামজামী এলাকায় গণসংযোগ করেন।
চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
২ ঘণ্টা আগে