মহম্মদপুরে বিএনপির ওয়ার্ড কমিটির নির্বাচন বয়কট

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ২১: ২৫
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ২২: ০৭

মাগুরা মহম্মদপুরে উপজেলা বিএনপির ৭২ টি ওয়ার্ড কমিটির সদস্য সংগ্রহ, মনোনয়ন ক্রয় বিক্রয়ের পরেও ওয়ার্ড কমিটির আসন্ন নির্বাচন বয়কট করলেন বিএনপির একটি পক্ষ। রোববার বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন বয়কটের বিষয়টি অবহিত করেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ্যাড, মো. মনিরুল ইসলাম মুকুল ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মো. মৈমুর আলী মৃধা।

বিজ্ঞাপন

উপজেলা বিএনপির ৭২ টি ওয়ার্ড কমিটির নির্বাচনের বিষয়ে প্রাথমিক সদস্য সংগ্রহ , যাচাই-বাছাই শেষে ৩০ শে জুলাই নির্বাচনী তফশিল ঘোষণা করেন মহম্মদপুর উপজেলার বিএনপি পুনর্গঠনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন পরিচালনা কমিটি মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আক্তার হোসেন ও যুগ্ম আহ্বায়ক মো. আমিনুর রহমান খান পিকুল খান। তফশিল মতে ১লা ও ২রা অক্টোবর মনোনয়ন ফরম ক্রয়ের তারিখ, ৩রা অগস্ট জমাদানের শেষ তারিখ নির্ধারণ করা হয়। যাচাই-বাছাই ও প্রত্যাহারের তারিখ নির্ধারণ করা হয় ৪ঠা আগস্ট সোমবার এবং একই দিনে প্রতীক বরাদ্দ করা হবে বলে জানানো হয়। এছাড়া ৮ই আগস্ট রোজ শুক্রবার নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

মহম্মদপুর উপজেলার বিএনপি পুনর্গঠনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন পরিচালনা কমিটি মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আমিনুর রহমান খান পিকুল বলেন, যথাযথ নিয়ম মেনে মহম্মদপুর উপজেলা বিএনপির সার্চ কমিটির সদস্য মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, সাবেক উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম আজম সাবু , সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গির আলম খান বাচ্চু , সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, জেলা বিএনপির সদস্য সৈয়দ আরাফুজ্জামান রিংকু , উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক এ্যাড. আহসান হাবিব খান সোহেলের উপস্থিতিতেই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত ও মনোনয়ন ফরম বিক্রয় করা হয়েছে । যেখানে সভাপতি পদে ১৫৩ জন, সাধারণ সম্পাদক পদে ১৯৪ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ১৩৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। কমিটির সকল প্রকার দলীয় নিয়মকানুন মেনেই বৈধ প্রক্রিয়ায় সকল কার্যক্রম সম্পাদন করা হয়েছে।

মহম্মদপুর উপজেলার বিএনপি পুনর্গঠনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন পরিচালনা কমিটি মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আক্তার হোসেন আমার দেশ কে জানান, শতভাগ নিয়ম কানুন মেনেই স্বচ্ছতার ভিক্তিতে তফশিল ঘোষণা, মনোনয়ন ফরম বিক্রয় ও আগামী ৮ ই তারিখে নির্বাচনের দিন ধার্য করা হয়েছে।

সকলের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হইবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত