মাটিতে পুঁতে ৪ কোটি টাকা আদায়

উপজেলা প্রতিনিধি, অভয়নগর (যশোর)

যশোরের অভয়নগরে চার কোটি টাকা চাঁদাবাজির মামলায় আলোচিত পদ স্থগিত বিএনপি নেতা আসাদুজ্জামান জনিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গত বুধবার রাতে খুলনায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ওসি আবদুল আলীম।
জানা গেছে, গত বছরের ২ সেপ্টেম্বর উপজেলার নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী জাফ্রিদী এন্টারপ্রাইজের মালিক শাহনেওয়াজ কবীর ওরফে টিপুকে নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক (স্থগিত) আসাদুজ্জামান জনির অফিসে ডেকে নিয়ে যান সৈকত হোসেন হিরা নামে এক যুবক। এ সময় জনি ব্যবসায়ী টিপুকে মারধর এবং অস্ত্রের মুখে দুই কোটি টাকা চাঁদা আদায় করেন।
১৮ সেপ্টেম্বর ব্যবসায়ী টিপুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সেই সৈকত হোসেন হীরা পুনরায় ধরে নিয়ে যান। তাকে বিএনপি নেতা জনির কণা ইকোপার্কে নিয়ে আটকে রাখা হয়।
খবর পেয়ে টিপুর স্ত্রী সেখানে গেলে জনি ও তার সহযোগী সম্রাট হোসেন এবং তথাকথিত সাংবাদিক মফিজুর রহমান দপ্তরি মারধর করেন এবং পার্কে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিচাপা দিয়ে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে আরো দুই কোটি টাকা আদায় করেন।
ঘটনার পর ৩০ জুলাই অভয়নগর থানায় ও ৩১ জুলাই স্থানীয় সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ীর স্ত্রী আসমা খাতুন। এরপর ৩ আগস্ট জনি ও তার বাবা কামরুজ্জামান মজুমদারসহ ছয়জনের নামে অভয়নগর থানায় চাঁদাবাজির মামলা হয়।
ওসি আবদুল আলীম সাংবাদিকদের বলেন, ‘চাঁদাবাজির মামলায় দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা জনিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা মঙ্গলবার রাতে খুলনা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হন। তাকে অভয়নগর থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আরো কিছু চাঁদাবাজি ও মাদক সংশ্লিষ্ট অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।’

যশোরের অভয়নগরে চার কোটি টাকা চাঁদাবাজির মামলায় আলোচিত পদ স্থগিত বিএনপি নেতা আসাদুজ্জামান জনিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গত বুধবার রাতে খুলনায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ওসি আবদুল আলীম।
জানা গেছে, গত বছরের ২ সেপ্টেম্বর উপজেলার নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী জাফ্রিদী এন্টারপ্রাইজের মালিক শাহনেওয়াজ কবীর ওরফে টিপুকে নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক (স্থগিত) আসাদুজ্জামান জনির অফিসে ডেকে নিয়ে যান সৈকত হোসেন হিরা নামে এক যুবক। এ সময় জনি ব্যবসায়ী টিপুকে মারধর এবং অস্ত্রের মুখে দুই কোটি টাকা চাঁদা আদায় করেন।
১৮ সেপ্টেম্বর ব্যবসায়ী টিপুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সেই সৈকত হোসেন হীরা পুনরায় ধরে নিয়ে যান। তাকে বিএনপি নেতা জনির কণা ইকোপার্কে নিয়ে আটকে রাখা হয়।
খবর পেয়ে টিপুর স্ত্রী সেখানে গেলে জনি ও তার সহযোগী সম্রাট হোসেন এবং তথাকথিত সাংবাদিক মফিজুর রহমান দপ্তরি মারধর করেন এবং পার্কে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিচাপা দিয়ে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে আরো দুই কোটি টাকা আদায় করেন।
ঘটনার পর ৩০ জুলাই অভয়নগর থানায় ও ৩১ জুলাই স্থানীয় সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ীর স্ত্রী আসমা খাতুন। এরপর ৩ আগস্ট জনি ও তার বাবা কামরুজ্জামান মজুমদারসহ ছয়জনের নামে অভয়নগর থানায় চাঁদাবাজির মামলা হয়।
ওসি আবদুল আলীম সাংবাদিকদের বলেন, ‘চাঁদাবাজির মামলায় দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা জনিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা মঙ্গলবার রাতে খুলনা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হন। তাকে অভয়নগর থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আরো কিছু চাঁদাবাজি ও মাদক সংশ্লিষ্ট অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।’

সাগরপাড়ে একখণ্ড জমি কিংবা ফ্ল্যাটের মালিকানা পেতে টাকা জমা দিয়েছিলেন ২৩২ জন বিনিয়োগকারী। তবে পুরো টাকা শোধ করার ১৪ বছর পরও তারা কোনো ধরনের মালিকানা বুঝে পাননি। এমনই ভয়াবহ প্রতারণার অভিযোগ উঠেছে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে অবস্থিত হোটেল সি প্রিন্সেসের মালিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
১০ মিনিট আগে
চলতি বছর চট্টগ্রামে সাতটি খুনের ঘটনা ঘটেছে। একের পর এক এসব হত্যাকাণ্ডের আগে একটি ভয়ংকর মিল পাওয়া গেছে। হত্যার আগেই হুমকি আসত মোবাইল ফোনে বা ফেসবুকে। কারো ক্ষেত্রে হুমকি পাওয়ার তিনদিনের মাথায়, কারো ক্ষেত্রে এক সপ্তাহের মধ্যেই ঘটত নৃশংস খুন।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, স্থানীয় কিশোররা খালে মাছ ধরতে নামে, তখন তাদের পায়ে একটি ব্যাগ লাগলে তারা উৎসাহী হয়ে ব্যাগটি উপরে তুলে খুলে দেখে ব্যাগের মধ্যে একটি ইট ও একটি মানুষের মাথা, তখন তারা আতকে উঠে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়।
৩ ঘণ্টা আগে
সরেজমিন দেখা যায়, তিস্তা শুকিয়ে অনেকটা মরা খালে পরিণত হয়েছে। পানির অভাবে লালমনিরহাটের তিস্তা নদীতীরবর্তী এলাকার রাজপুর, খুনিয়াগাছ, গোবর্ধন, মহিষখোঁচা, কালমাটি, চরবৈরাতি, ভোটমারী, সানিয়াজান, সিন্দুর্না, ডালিয়াসহ অন্তত শতাধিক চরাঞ্চলের চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
৩ ঘণ্টা আগে