ঝিকরগাছায় বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ১

উপজেলা প্রতিনিধি, ঝিকরগাছা (যশোর)
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০: ০৮

সোমবার ভোর সাড়ে পাঁচটায় যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা থানার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন পিকআপ ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত পিকআপ ভ্যানচালক রুহুল কুদ্দুস (৩৬) ঝিকরগাছার বাঁকড়া গ্রামের ছেলে মৃত নেছার আলীর ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ঝিকরগাছা হাসপাতালে ছিল। মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৫টায় যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা থানার মোড় এলাকায় শামীম পরিবহনের সাথে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানচালক ঘটনাস্থলেই মারা যান। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পিকআপ ভ্যানটি বাঁকড়া থেকে ঝিকরগাছায় বরফ কিনতে আসছিল।

এ সময় থানার মোড় এলাকায় বেনাপোলগামী শামীম পরিবহন (ঢাকা মেট্রো ব-১২- ৬৬৯৩) এবং ঝিকরগাছার দিকে আসা পিকআপ ভ্যানের (যশোর ন-১১-০৩৯৮) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ চালক রুহুল কুদ্দুস (৩৬) মারা যান। তিনি ঝিকরগাছা উপজেলার বাঁকুড়া গ্রামের মিলিত নেশার আলীর ছেলে। নাভারন হাইওয়ে পুলিশ শামীম পরিবহনের বাসটি আটক করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ঝিকরগাছা হাসপাতালে রয়েছে। ঝিকরগাছা থানা মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি নুর মোহাম্মদ গাজী।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত