জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর খুলনায় মিষ্টি বিতরণ করেছে ছাত্র-জনতা।
গতকাল সোমবার বিকেলে নগরীর শেরে বাংলা রোডে অবস্থিত পলাতক হাসিনার চাচার বাড়ি ‘শেখবাড়ি’তে কয়েকশ মানুষ জড়ো হয়। এ সময় আগুন জ্বালিয়ে স্লোগানে মুখরিত করে তোলে এলাকা। ভারতে পালিয়ে থাকা হাসিনাসহ সব অপরাধীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানান তারা ।
এর আগে রায় ঘোষণাকে কেন্দ্র করে বেলা ১১টার পর থেকে শিববাড়ী মোড়ে জমায়েত ঘটতে থাকে। সেখানে হাসিনার ছবিতে থুথু ও জুতা নিক্ষেপ করা হয়।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহম্মদ হামিম রাহাত বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার সর্বোচ্চ রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো নাÑইনশাআল্লাহ।
অন্যদিকে রায় উপলক্ষে খুলনা মহানগরীতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসানো হয়। র্যাবের টহল দল বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়।
সোনাডাঙ্গা থানার ওসি মো. কবির হোসেন বলেন, শিববাড়ী মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে আমরা চেকপোস্ট বসিয়েছি। পাশাপাশি সাদা পোশাকে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করেছেন।

