হ‌রিণাকুন্ডু‌তে বুল‌ডোজার দি‌য়ে দুইটি মুজিব ভাস্কর্য অপসারণ

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ১৩

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে শেখ মুজিবুর রহমানের দুটি ভাস্কর্য বুল‌ডোজার কর্মসূ‌চির মা‌ধ্য‌মে অপসারণ করেছে বৈষম্যবিরোধী ছাত্রজনতা। শুক্রবার দুপুরে বুল‌ডোজার কর্মসূ‌চির অংশ হি‌সে‌বে হরিণাকুন্ডু উপজেলা পরিষদের সামনে ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভেতরে স্থাপিত শেখ মুজিবুর রহমা‌নের দুটি ভাস্কর্য বুলডোজার দিয়ে ভে‌ঙ্গে ফেলে অপসারণ করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হরিণাকুন্ডু উপজেলা আহবায়ক মো.রফিকুল ইসলামের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্রজনতা সমবেত হয়। এসময় তারা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনে স্থাপিত ভাস্কর্য বুলডোজার দিয়ে ভে‌ঙ্গে অপসারণ করে। এরপর তারা পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভেতর স্থাপিত শেখ মুজিবুর রহমানের আরেকটি ভাস্কর্য বুলডোজার দিয়ে গু‌ড়ি‌য়ে দেয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হরিণাকুন্ডু উপজেলা আহবায়ক মো. রফিকুল ইসলাম এসময় উপ‌স্থিত ছাত্রজনতার উদে‌শ্যে বলেন, হরিণাকুন্ডু উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যা‌সিবা‌দের

বিজ্ঞাপন

স্থ‌প‌তি শেখ মুজিবের কোনো ভাস্কর্য থাক‌বে না। যদি কোনো প্রতিষ্ঠান নিজ উদ্যো‌গে শেখ মুজিবের ভাস্কর্য অপসারণ না করে তাহলে আগামী রোববারের মধ্যে সেগুলো ভেঙে অপসারণ হবে। বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা র‌ফিকুল আরো ব‌লেন,

নতুন বাংলাদেশে ফ্যাসিষ্টদের কোনো ভাস্কর্য থাকবে না। যদি থাকে তাহলে নতুনভাবে প্রাপ্ত স্বাধীনতার সম্মান রক্ষা হয় না। বাংলাদেশে আর ফ্যাসিজম কায়েম হবে না।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত