মেহেরপুর সীমান্ত দিয়ে ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১৬: ৪৪

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার দুপুর ২টার দিকে কাজীপুর সীমান্তের ১৪৭ নম্বর প্রধান পিলারের কাছে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। ফেরত আসা এই বাংলাদেশি নাগরিকেরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, এই ৩৯ জন ব্যক্তি বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে বৈধ কাগজপত্র না থাকায় ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং পরবর্তীতে তারা জেল খেটেছেন।

বর্তমানে ফেরত আসা সবাই বিজিবি কাজীপুর ক্যাম্পের হেফাজতে আছেন। তাদের পরিচয় ও তথ্য যাচাই-বাছাইয়ের পর গাংনী থানায় সোপর্দ করা হবে বলে বিজিবি জানিয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত