
জেলা প্রতিনিধি, নড়াইল

নড়াইলে চোর সন্দেহে দুই কিশোরকে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে বাঐসোনা ইউনিয়নের চেয়ারম্যান চুন্নু শেখ ও তার সহযোগীদের বিরুদ্ধে। নির্যাতনের শিকার দুই কিশোরকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ন্যাক্কারজনক এ ঘটনাটি গত ১৭ অক্টোবর ঘটলেও গতকাল রোববার নির্যাতনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পরে বিষয়টি জানাজানি হয়। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগীদের স্বজন ও এলাকাবাসী জানায়, নির্যাতনের শিকার দুই কিশোর নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বাসিন্দা। তাদের একজন নাজমুল শেখের ছেলে নিয়াজ শেখ (১৪), অন্যজন জুয়েল সিকদারের ছেলে মো. ইমাম শিকদার (১৪)।
১৭ অক্টোবর নড়াগাতী থানার যোগানিয়া গ্রামের ইঞ্জিল গাজীর বাড়ি চুরির ঘটনায় কোনো প্রমাণ ছাড়া শুধুমাত্র সন্দেহের বশে দুই হতদরিদ্র পরিবারের সন্তান ইমাম ও নিয়াজকে চেয়ারম্যান চুন্নু শেখের নেতৃত্বে তার লোকজন ডেকে নিয়ে হাত বেঁধে প্রথমে চেয়ারম্যানের বাড়িতে, পরে যোগানিয়া বাজার সংলগ্ন তার অফিসে নিয়ে নির্যাতন চালায়।
রাতভর নির্যাতনের পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে ভোরে দুইজনকে তাদের স্বজনদের নিকট ফিরিয়ে দিয়ে যায়।
পরে স্বজনরা তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক উচ্চতর চিকিৎসার জন্য রেফার করলে দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
নিয়াজ একই থানার কলাবাড়িয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। স্বামী পরিত্যক্তা মায়ের সন্তান ইমাম নানার আশ্রয়ে প্রতিপালিত। বাড়ি বাড়ি সুপারি, নারকেল পাড়ার কাজ করে তাদের সংসার চলে। খেয়ে না খেয়ে তাদের দিন কাটে।
ভুক্তভোগী নিয়াজের মা জেসমিন বেগম বলেন, “আমার ছেলেকে চেয়ারম্যান ডেকে নিয়ে সারারাত মারধর করে ভোরে বাড়ি ফিরিয়ে দিয়ে যায়। ছেলের মার দেখে তার বাবা অজ্ঞান হয়ে পড়েন। আমার নির্দোষ সন্তানকে যারা এমন অমানুষিক নির্যাতন করেছে, আল্লাহ তাদের বিচার করবেন।"
এ ব্যাপারে চেয়ারম্যান চুন্নু শেখ বলেন, “ইমাম ও নিয়াজ চুরিতে জড়িত। তাদের আত্মীয়রাই লাঠি দিয়ে দু-একটা বাড়ি দিয়েছে। সামান্য ঘটনা গ্রামে দলাদলির কারণে বড় বানানো হচ্ছে।”
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান বলেন, “এ সংক্রান্তে একটি অভিযোগ তদন্তাধীন রয়েছে। সত্যতা নিশ্চিত হয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

নড়াইলে চোর সন্দেহে দুই কিশোরকে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে বাঐসোনা ইউনিয়নের চেয়ারম্যান চুন্নু শেখ ও তার সহযোগীদের বিরুদ্ধে। নির্যাতনের শিকার দুই কিশোরকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ন্যাক্কারজনক এ ঘটনাটি গত ১৭ অক্টোবর ঘটলেও গতকাল রোববার নির্যাতনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পরে বিষয়টি জানাজানি হয়। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগীদের স্বজন ও এলাকাবাসী জানায়, নির্যাতনের শিকার দুই কিশোর নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বাসিন্দা। তাদের একজন নাজমুল শেখের ছেলে নিয়াজ শেখ (১৪), অন্যজন জুয়েল সিকদারের ছেলে মো. ইমাম শিকদার (১৪)।
১৭ অক্টোবর নড়াগাতী থানার যোগানিয়া গ্রামের ইঞ্জিল গাজীর বাড়ি চুরির ঘটনায় কোনো প্রমাণ ছাড়া শুধুমাত্র সন্দেহের বশে দুই হতদরিদ্র পরিবারের সন্তান ইমাম ও নিয়াজকে চেয়ারম্যান চুন্নু শেখের নেতৃত্বে তার লোকজন ডেকে নিয়ে হাত বেঁধে প্রথমে চেয়ারম্যানের বাড়িতে, পরে যোগানিয়া বাজার সংলগ্ন তার অফিসে নিয়ে নির্যাতন চালায়।
রাতভর নির্যাতনের পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে ভোরে দুইজনকে তাদের স্বজনদের নিকট ফিরিয়ে দিয়ে যায়।
পরে স্বজনরা তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক উচ্চতর চিকিৎসার জন্য রেফার করলে দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
নিয়াজ একই থানার কলাবাড়িয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। স্বামী পরিত্যক্তা মায়ের সন্তান ইমাম নানার আশ্রয়ে প্রতিপালিত। বাড়ি বাড়ি সুপারি, নারকেল পাড়ার কাজ করে তাদের সংসার চলে। খেয়ে না খেয়ে তাদের দিন কাটে।
ভুক্তভোগী নিয়াজের মা জেসমিন বেগম বলেন, “আমার ছেলেকে চেয়ারম্যান ডেকে নিয়ে সারারাত মারধর করে ভোরে বাড়ি ফিরিয়ে দিয়ে যায়। ছেলের মার দেখে তার বাবা অজ্ঞান হয়ে পড়েন। আমার নির্দোষ সন্তানকে যারা এমন অমানুষিক নির্যাতন করেছে, আল্লাহ তাদের বিচার করবেন।"
এ ব্যাপারে চেয়ারম্যান চুন্নু শেখ বলেন, “ইমাম ও নিয়াজ চুরিতে জড়িত। তাদের আত্মীয়রাই লাঠি দিয়ে দু-একটা বাড়ি দিয়েছে। সামান্য ঘটনা গ্রামে দলাদলির কারণে বড় বানানো হচ্ছে।”
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান বলেন, “এ সংক্রান্তে একটি অভিযোগ তদন্তাধীন রয়েছে। সত্যতা নিশ্চিত হয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ফরিদপুরের ৩টি উপজেলায় ও পৌরসভার সদ্যঘোষিত বিএনপির উপজেলা ও পৌর কমিটিতে কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের পদধারী কমপক্ষে ১৫ জন এবং আওয়ামী লীগের অন্যান্য অঙ্গসংগঠনের সাথে সম্পৃক্ততা রয়েছে- এমন কমপক্ষে ১২ জন স্থান পেয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৫ মিনিট আগে
রাত ১২টার দিকে ড্যাফোডিল ইউনিভার্সিটির কয়েক শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে হামলা চালায়। এ সময় সিটি ইউনিভার্সিটির ভিসি অফিস, রেজিস্ট্রার অফিস, প্রো-ভিসি অফিস, কনফারেন্স রুম, কম্পিউটার ল্যাব, অ্যাকাউন্টস অফিসসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয়। এছাড়া ক্যাম্পাসে
৩৬ মিনিট আগে
নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জের অধিবাসী গাজী সালাউদ্দীন। পেশায় শিক্ষক। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে যখন নির্বিচারে ছাত্রদের হত্যা করা হচ্ছিল, তখন তিনি ঘরে বসে থাকতে পারেননি। ছাত্রদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে যুক্ত হন।
১ ঘণ্টা আগে
এনসিপির ওই সভায় হঠাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার সাবেক ছাত্রনেতা ওমর ফারুক ওরফে দাড়ি ওমর উপস্থিত হয়ে সারজিস আলমের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।
১ ঘণ্টা আগে