আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২, আহত ৫

উপজেলা প্রতিনিধি, দৌলতপুর (কুষ্টিয়া)

কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২, আহত ৫

কুষ্টিয়ার দৌলতপুরে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সারভান সরদার (৩৫) বাগোয়ান কান্দিপাড়া গ্রামের বিছার সরদারের ছেলে, বায়জীদ সরদার (৪৫) একই গ্রামের হাসেম সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বায়জীদ সরদার ও সোহেল মন্ডল গ্রুপের মধ্যে বিরোধ হয়। এরই জের ধরে মঙ্গলবার গভীর রাতে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে সরদার গ্রুপের সারভান সরদার ঘটনাস্থলে নিহত হন এবং গুরুতর আহত বায়জীদ সরদারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হলে তিনি মারা যান।

দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ বলেন, আধিপত্যের জেরে দুই গ্রুপের সংঘর্ষে ঘটনাস্থলেই সারভান মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান বায়জীদ সরদার। দুজনের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন