বাগেরহাটে মঙ্গল ও বুধবারের হরতাল প্রত্যাহার

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ২২

বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা ও জনদুর্ভোগের কথা বিবেচনা করে মঙ্গল ও বুধবারের হরতাল প্রত্যাহার করা হয়েছে। সোমবার বিকেলে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সর্বজনীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক এম এ সালাম এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাগেরহাটে চারটি আসন পূনর্বহালের দাবিতে পূর্ব নির্ধারিতভাবে সোম, মঙ্গল ও বুধবার সকাল সন্ধ্যা হরতালের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। কিন্তু শান্তিপূর্ণভাবে সোমবার বাগেরহাটের সকল জেলা ও উপজেলায় হরতাল পালিত হয়েছে। কিন্তু শারদীয় দুর্গাপূজা ও জনদুর্ভোগের কথা বিবেচনা করে আগামী দুই দিনের হরতালের পরিবর্তে বাগেরহাট জেলার প্রতিটি উপজেলার নির্বাচন অফিসে ও জেলা নির্বাচন অফিসে সর্বদলীয় সংগ্রাম কমিটি সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত