আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাগেরহাটে মঙ্গল ও বুধবারের হরতাল প্রত্যাহার

জেলা প্রতিনিধি, বাগেরহাট
বাগেরহাটে মঙ্গল ও বুধবারের হরতাল প্রত্যাহার

বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা ও জনদুর্ভোগের কথা বিবেচনা করে মঙ্গল ও বুধবারের হরতাল প্রত্যাহার করা হয়েছে। সোমবার বিকেলে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সর্বজনীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক এম এ সালাম এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাগেরহাটে চারটি আসন পূনর্বহালের দাবিতে পূর্ব নির্ধারিতভাবে সোম, মঙ্গল ও বুধবার সকাল সন্ধ্যা হরতালের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। কিন্তু শান্তিপূর্ণভাবে সোমবার বাগেরহাটের সকল জেলা ও উপজেলায় হরতাল পালিত হয়েছে। কিন্তু শারদীয় দুর্গাপূজা ও জনদুর্ভোগের কথা বিবেচনা করে আগামী দুই দিনের হরতালের পরিবর্তে বাগেরহাট জেলার প্রতিটি উপজেলার নির্বাচন অফিসে ও জেলা নির্বাচন অফিসে সর্বদলীয় সংগ্রাম কমিটি সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন