নান্দাইলে সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ করছেন আ.লীগ নেতা

মো. ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, নান্দাইল (ময়মনসিংহ)
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১১: ৩৫

ময়মনসিংহের নান্দাইলে সড়ক ও জনপথ বিভাগ সওজের অধিগ্রহণ জায়গা দখল করে আওয়ামী লীগ নেতা ও তার ভাই মিলে মার্কেট নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) বিভাগে অভিযোগ দিয়েছে এলাকার লোকজন। উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ও তার ভাই হাসিম উদ্দিন মিলে অধিগ্রহণের জায়গা দখল করে মার্কেট করছেন।

কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে-নান্দাইল উপজেলার কানুরামপুর থেকে ত্রিশাল আঞ্চলিক সড়কের চর বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর এলাকায় সড়ক নির্মাণের জন্য ২০০৯ সালের দিকে ভূমি অধিগ্রহণ করে সওজ। পরবর্তীতে অধিগ্রহণকৃত জায়গার সমস্ত টাকাও বুঝিয়ে দেয় সওজ। বুধবার উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরভেলামারী আতাউরের মোড়ে কানুরামপুর-ত্রিশাল সড়কের আতাউরের মোড়ে লগোয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় ১০ কক্ষ বিশিষ্ট বিশাল মার্কেট নির্মাণ করছেন চর বেতাগৈর ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমানের আপন ভাই হাসিম উদ্দিন। তিনিও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। দ্রুত গতিতে সাত-আটজন কর্মচারী মিলে পুরোদমে কাজ করছে।

বিজ্ঞাপন

মো. শাপলা আক্তার বলেন, আমার ১০ শতাংশ জমির ৩ শতাংশ অধিগ্রহণ করে স্থানীয় আওয়ামী লীগ নেতা আতাউর রহমান ও তার ভাই হাসিম উদ্দিন প্রভাবখাটিয়ে সওজের জায়গায় দখল করে মার্কেট করেছে। ফলে বাড়ি থেকে ১২ বছর ধরে বের হতে পারছি না। সওজের জায়গায় মার্কেট নির্মাণকারী হাসিম উদ্দিন বলেন, সওজ রাস্তা নির্মাণে আগে ভূমি অধিগ্রহণ করে টাকা দিয়েছে। সেই জায়গা রেখেই মার্কেট নির্মাণ করছি। অধিগ্রহণকৃত জায়গায় যায়নি। তারপরেও যদি সওজ এসে তদন্ত করে সেটা পরে দেখা যাবে।

এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপসহকারী মুহাম্মদ আব্দুল্লাহ্ আল কবির বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে নান্দাইল নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জরুরি ভিত্তিতে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত