স্ত্রীকে বঁটি দিয়ে কুপিয়েছে মাদকাসক্ত স্বামী, হাসপাতালে ভর্তি

উপজেলা প্রতিনিধি, সরিষাবাড়ী (জামালপুর)
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১২: ৩৪

জামালপুরের সরিষাবাড়ীতে মোবাইল ফোন না দেয়ায় স্ত্রী ঋতু পর্ণাকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে মাদকাসক্ত স্বামী মুকুল মিয়া। রোববার উপজেলার মহাদান ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশবাড়ী গ্রামের জামাল ভুট্টোর কন্যা ঋতু পর্ণার (২০) সঙ্গে সাত বছর আগে পৌরসভার বাউসী উত্তর পাড়া গ্রামের ছইঞ্চা মিয়ার পুত্র মুকুল মিয়ার বিয়ে হয়।

ঢাকায় গার্মেন্টসে চাকরির সময় মুকুল মাদকাসক্ত হয়ে পড়ে। মাদক কেনার টাকা না পেয়ে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করার একপর্যায়ে জীবন বাঁচাতে ঋতু পিত্রালয়ে চলে আসেন।

রোববার ঋতু ভাত খাওয়ার সময় হঠাৎ তার স্বামী মুকুল মিয়া এসে স্ত্রীকে মোবাইল দিতে বলেন। ঋতু মোবাইল দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে মুকুল ধারালো বঁটি দিয়ে মাথা, কান ও বাম হাতে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন। এ সময় ঋতুর চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্থানীয়রা মুকুল মিয়াকে আটক করলেও সুলতান মিয়া নামে এক ব্যক্তি তাকে ছেড়ে দেন বলে জানান ঘটনাস্থল পরিদর্শনকারী সরিষাবাড়ী থানার এসআই সুব্রত কুমার সরকার।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান রাশেদ বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত