পাকুন্দিয়ায় বিনা মূল্যে সার-বীজ পেলেন ১৬৫০ কৃষক

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১৫: ১০

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদের কৃষি গুদামের সামনে আনুষ্ঠানিকভাবে এসব প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর-ই-আলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবদুস সামাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাফিজা আক্তার ও স্বর্ণা চক্রবর্তীসহ উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও কৃষকেরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা নুর-ই-আলম জানান, ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় পাকুন্দিয়ায় উপজেলার ১৬৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রত্যেক কৃষক পাঁচ কেজি করে উফশী আমন বীজ এবং ১০কেজি করে ডিএপি ও এমওপি সার পাচ্ছেন। এতে এ উপজেলায় আগামীতে আমন উৎপাদন বাড়বে বলে আশা করছেন তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত