ভুল চিকিৎসায় ৮ ছাগলের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৫: ২১
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৫: ৩৯

নেত্রকোনার পূর্বধলায় এক নারী খামারির ৮টি ছাগল মারা গেছে। উপজেলা ভেটেরিনারি সার্জনের ভুল চিকিৎসায় এসব ছাগল মারা যায় বলে অভিযোগ উঠেছে।

সোমবার রাত সাড়ে ৮টায় উপজেলার খলিশাউড় ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে শরিফা আক্তার রিমার খামারে ছাগলগুলো মারা যায়।

বিজ্ঞাপন

রিমা জানান, ৬ বছর আগে বাড়িতে ছাগলের খামার গড়ে তোলেন। এখন খামারে ছোট-বড় ৪০টি ছাগল রয়েছে। গত রোববার তিনি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে যান। সেখানে উপজেলা ভেটেরিনারি সার্জন সারা তাইফুন্নাহারের কাছে তার খামারের বিষয়ে পরামর্শ চান।

সোমবার বিকেলে তাইফুন্নাহার তার খামারে যান। তখন ছাগলগুলোকে ভ্যাকসিন ও কৃমিনাশক দেয়ার পরামর্শ দেন তিনি। পরে তিনি ভ্যাকসিনের একটি প্রেসক্রিপশন লিখে দেন এবং ১২০০ টাকা ফি নেন।

রিমার বাবা মিজানুর রহমান বলেন, সোমবার রাত ৮টায় স্থানীয় একটি ফার্মেসি থেকে ভ্যাকসিন এনে ছাগলকে পুশ করা হয়। আধা ঘণ্টার মধ্যেই ছাগলগুলো অসুস্থ হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে খিচুনি দিয়ে ৬টি গর্ভবতী ও দুটি বাচ্চা ছাগল মারা যায়। ভুল চিকিৎসার ক্ষতিপূরণ দাবি করেন তিনি।

এ বিষয়ে তাইফুন্নাহারে বলেন, তার ভুল চিকিৎসার অভিযোগ সঠিক নয়। তারপরও বিষয়টি দেখতে হবে কেন এমন হলো। ভ্যাকসিনের মেয়াদ ঠিক ছিল কিনা দেখতে হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এমএমএ আউয়াল তালুকদার বলেন, খবর পেয়েই আমি খামারে গিয়েছি। অসুস্থ হয়ে পড়া অন্য ছাগলগুলোকে স্যালাইন দেওয়া হয়েছে। ছাগল মারা যাওয়ার বিষয়টি দুঃখজনক। রিমা উচ্চশিক্ষিত নারী। ভ্যাকসিন তিনি নিজেই পুশ করেছেন। আর ভ্যাকসিন সাধারণত চামড়ার নিচে দিতে হয়। ওভার ডোজ হলো কিনা আমরা খতিয়ে দেখছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজওয়ানা কবীর বলেন, ছাগল মারা যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত