
উপজেলা প্রতিনিধি, সরিষাবাড়ী (জামালপুর)

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে অপারেশন থিয়েটারের স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। সংবাদ পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের সময় অপারেশন থিয়েটারে স্থানীয় বীর ধানাটা গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী রত্না বেগমের সিজার অপারেশন চলছিল। এ সময় গাইনি ডাক্তার মুন্নি, এনেস্থেশিয়া কনসালটেন্ট শাহরিয়ার ইসলাম, স্বাস্থ্য সহকারী ওবায়দুল্লাহ, ওয়ার্ড বয় ফরিদ এবং সিনিয়র নার্স সুবেদা খাতুন অপারেশন থিয়েটারে দায়িত্বে ছিলেন। অপারেশন চলাকালে নবজাতককে বের করার কিছুক্ষণ পরেই হঠাৎ আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। আতঙ্কে চিকিৎসক ও কর্মীরা রোগীকে সেলাই না করেই অপারেশন থিয়েটার ছেড়ে বেরিয়ে যান। এ সময় সিনিয়র নার্স সুবেদা খাতুন নবজাতককে কোলে নিয়ে দৌড়ে বাইরে বেরিয়ে আসেন, আর অচেতন অবস্থায় থাকা মা রত্না বেগমকে পরে পেটে সেলাই করে অন্য কর্মীরা নিরাপদ স্থানে সরিয়ে নেয়। অল্পের জন্য মা ও শিশু বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান।
এ ঘটনায় হাসপাতালের ভিতরে চরম বিশৃঙ্খলা ও আতঙ্কের সৃষ্টি হয়। রোগী ও স্বজনরা চিৎকার-চেঁচামেচি করে হাসপাতাল ভবন থেকে বেরিয়ে আসেন। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে এলেও অন্তত ১০ লক্ষাধিক টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী।
স্থানীয়দের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও উদাসীনতার কারণেই এ অগ্নিকাণ্ড ঘটে। বহুদিন ধরে হাসপাতালের পুরনো ও ত্রুটিপূর্ণ এনালগ বৈদ্যুতিক বাল্ব উত্তপ্ত হয়ে আগুনের সূত্রপাত ঘটায়। সরকারি হাসপাতালের নামে কোটি টাকার অবকাঠামো, কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নেই। এ যেন অব্যবস্থাপনার চরম দৃষ্টান্ত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহসেন উদ্দিন হাসপাতাল পরিদর্শন করে বলেন, এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে অপারেশন থিয়েটারের স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। সংবাদ পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের সময় অপারেশন থিয়েটারে স্থানীয় বীর ধানাটা গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী রত্না বেগমের সিজার অপারেশন চলছিল। এ সময় গাইনি ডাক্তার মুন্নি, এনেস্থেশিয়া কনসালটেন্ট শাহরিয়ার ইসলাম, স্বাস্থ্য সহকারী ওবায়দুল্লাহ, ওয়ার্ড বয় ফরিদ এবং সিনিয়র নার্স সুবেদা খাতুন অপারেশন থিয়েটারে দায়িত্বে ছিলেন। অপারেশন চলাকালে নবজাতককে বের করার কিছুক্ষণ পরেই হঠাৎ আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। আতঙ্কে চিকিৎসক ও কর্মীরা রোগীকে সেলাই না করেই অপারেশন থিয়েটার ছেড়ে বেরিয়ে যান। এ সময় সিনিয়র নার্স সুবেদা খাতুন নবজাতককে কোলে নিয়ে দৌড়ে বাইরে বেরিয়ে আসেন, আর অচেতন অবস্থায় থাকা মা রত্না বেগমকে পরে পেটে সেলাই করে অন্য কর্মীরা নিরাপদ স্থানে সরিয়ে নেয়। অল্পের জন্য মা ও শিশু বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান।
এ ঘটনায় হাসপাতালের ভিতরে চরম বিশৃঙ্খলা ও আতঙ্কের সৃষ্টি হয়। রোগী ও স্বজনরা চিৎকার-চেঁচামেচি করে হাসপাতাল ভবন থেকে বেরিয়ে আসেন। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে এলেও অন্তত ১০ লক্ষাধিক টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী।
স্থানীয়দের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও উদাসীনতার কারণেই এ অগ্নিকাণ্ড ঘটে। বহুদিন ধরে হাসপাতালের পুরনো ও ত্রুটিপূর্ণ এনালগ বৈদ্যুতিক বাল্ব উত্তপ্ত হয়ে আগুনের সূত্রপাত ঘটায়। সরকারি হাসপাতালের নামে কোটি টাকার অবকাঠামো, কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নেই। এ যেন অব্যবস্থাপনার চরম দৃষ্টান্ত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহসেন উদ্দিন হাসপাতাল পরিদর্শন করে বলেন, এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

চট্টগ্রাম-৪ আসনে (সীতাকুণ্ড, পাহাড়তলী, আকবরশাহ আংশিক) দলীয় মনোনয়ন না পেয়ে সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আসলাম চৌধুরীর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। সন্ধ্যা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন।
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে (চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর) বিএনপি ও জামায়াতে ইসলামী থেকে আপন দুই ভাই প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।
২ ঘণ্টা আগে
ঝালকাঠি -০২ (সদর-নলছিটি) আসনে সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
দিনাজপুর—১ (বীরগঞ্জ - কাহারোল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে মঞ্জুরুল ইসলাম মুঞ্জুর নাম ঘোষণা করায় তৎক্ষণিক শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান। সোমবার ফেসবুক পোস্টে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
৩ ঘণ্টা আগে