একই আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী দুই সহোদর

জেলা প্রতিনিধি, কুড়িগ্রামউপজেলা প্রতিনিধি, রৌমারী (কুড়িগ্রাম)
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০১: ৫৪
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০২: ০২
বিএন‌পির প্রার্থী আ‌জিজুর রহমান ও জামায়া‌তে ইসলামীর মোস্তা‌ফিজুর রহমান মোস্তাক ‌

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে (চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর) বিএনপি ও জামায়াতে ইসলামী থে‌কে আপন দুই ভাই প্রার্থী হিসেবে মনোনীত হ‌য়ে‌ছেন।

ম‌নোনীত প্রার্থী দুই ভাই হলেন, জামায়া‌তে ইসলামীর মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং বিএনপির আজিজুর রহমান। তারা আপন দুই ভাই। আজিজুর রহমান বড়। তারা জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের বাসিন্দা। তাদের বাবার নাম মনছুর আহমেদ। তিনি মুসলিম লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

বিজ্ঞাপন

সোমবার (৩ ন‌ভেম্বর) বিএনপির কেন্দ্র ঘোষিত ম‌নোনীত প্রার্থী‌দের তা‌লিকায় কু‌ড়িগ্রাম-৪ আস‌নে জেলা বিএন‌পির অন্যতম সদস্য আ‌জিজুর রহমা‌নকে প্রার্থী হি‌সে‌বে ঘোষণা করা হয়। এর আ‌গে ক‌য়েক মাস পূ‌র্বে জামায়াত থে‌কে ওই আস‌নে ছোট‌ ভাই মোস্তা‌ফিজুর রহমান মোস্তাক‌কে প্রার্থী হি‌সে‌বে ম‌নোনীত করা হয়। আপন দুই ভাই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হ‌লেও দুজনই জ‌য়ের ব‌্যাপারে দৃঢ়ভা‌বে আশাবাদী। রাজ‌নৈ‌তিক প্রতিপক্ষ হ‌লেও এ‌টি তা‌দের ব‌্যক্তিগত ও পা‌রিবা‌রিক সম্প‌র্কে প্রভাব ফেল‌বে না ব‌লে দা‌বি তা‌দের। ত‌বে দুই দল থে‌কে আপন দুই ভাই‌য়ের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতার বিষয়‌টি এখন সং‌শ্লিষ্ট আস‌নের ভোটার‌দের আ‌লোচনার কেন্দ্রবিন্দু‌তে প‌রিণত হয়ে‌ছে।

জামায়াতের ম‌নোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক‌ ব‌লেন, তি‌নি আমার বড় ভাই। তার প্রতি আমার সম্মান র‌য়ে‌ছে। কিন্তু রাজনীতির মা‌ঠে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই। জামায়াত একটি আদ‌র্শিক দল। এখা‌নে দল যা‌কে মনোনয়ন দে‌বে সবাই তার জন‌্য কাজ কর‌বে। আর আমার ভাই‌য়ের দ‌লে সবাই নেতা হ‌তে চায়। এ‌কে অ‌ন্যের বিরোধিতা ক‌রে। ভোটাররা সব জা‌নে, বোঝে। জামায়াতের প‌ক্ষে যে গণজোয়ার তৈ‌রি হ‌য়ে‌ছে। ইনশাল্লাহ জয় আমাদের হ‌বে।’

বিএন‌পি থে‌কে ম‌নোনীত প্রার্থী আজিজুর রহমান ব‌লেন, ‘আমার ছোট ভাই একসময় আমার কর্মী ছিল। এখন সে জামায়া‌তের প্রার্থী। আমা‌দের পা‌রিবা‌রিক সম্প‌র্কে ফাটল ধরা‌নোর জন‌্য তারা এমন ক‌রে‌ছে। কিন্তু এ‌তে আমাদের ব্যক্তিগত সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। দল আমাকে প্রার্থী ঘোষণা করায় তা‌দের (জামায়া‌তের) পরিকল্পনা ভে‌স্তে গে‌ছে। ছোট ভাই‌য়ের প্রতি প‌রিবা‌র ও গ্রামবাসীর সমর্থন নেই। ভোটার‌রা আমার প্রতি আস্থাশীল। তারা বিএনপিকে জয়ী কর‌বে।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত