
স্পোর্টস ডেস্ক

লা লিগায় চলতি মৌসুমে উড়ছে রিয়াল মাদ্রিদ। সবশেষ ম্যাচেও জয় পাওয়া মাদ্রিদের দলটি এবার মাঠে নামছে চ্যাম্পিয়নস লিগের লড়াইয়ে। ইউরোপ সেরার লড়াইয়ে একই রাতে মাঠে নামছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ, প্রিমিয়ার লিগের লিভারপুল, টটেনহাম এবং ইউরোপ সেরার মুকুট জয়ী প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। হাইভোল্টেজ ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ লিভারপুল। ম্যাচটি মাঠ গড়াবে আজ রাত ২টায়। একই সময়ে মাঠে নামছে পিএসজি-বায়ার্ন মিউনিখ, অ্যাটলেটিকো মাদ্রিদ-সেন্ট গিলোইস, জুভেন্টাস-স্পোর্টিং সিপি, বোদো-মোনাকো এবং টটেনহাম-কোপেনহেগেন।
রিয়াল মাদ্রিদ চলতি মৌসুমে লা লিগায় উড়ন্ত ফর্মে আছে। চ্যাম্পিয়নস লিগেও টানা তিন ম্যাচে তিন জয় তুলে নিয়ে অপরাজিত আছে তারা। লিভারপুলের মুখোমুখি হওয়ার আগে তাই চাঙা হয়েই মাঠে নামবেন কিলিয়ান এমবাপ্পেরা। এদিকে লিভারপুল প্রিমিয়ার লিগে টানা চার হারের পর শেষ ম্যাচে জয়ের দেখা পেয়েছে। এই জয়ে আত্মবিশ্বাস ফিরে পেলেও রিয়ালের বিপক্ষে তাদের পক্ষে বাজি ধরার লোক নেই। ইউরোপ সেরার মঞ্চে তিন ম্যাচে ২ জয়ে তারা আছে পয়েন্ট তালিকার দশে। লড়াইয়ে কেমন করে সেটাই দেখার।
জার্মান জায়ান্ট পিএসজির সঙ্গে বায়ার্নের লড়াইও হবে জমজমাট। বুন্দেসলিগায় এখন অবধি অপরাজিত বায়ার্ন ফুরফুরে মেজাজেই ইউরোপ সেরাদের মুখোমুখি হবে। চ্যাম্পিয়নস লিগেও টানা তিন জয়ে টেবিলে দুইয়ে আছে তারা। গোল ব্যবধানে এগিয়ে তাদের ওপরেই পিএসজি। এদিকে পিএসজিও ঘরোয়া লিগে আছে শীর্ষে। দুই লিগের দুই শীর্ষ দলের লড়াইয়ে পরিবর্তন আসবে টেবিলের। যেখানে বায়ার্নের সামনেই বরং ভালো সুযোগ শীর্ষে ওঠার। তবে ইউরোপে সেরাদের চ্যালেঞ্জ তারা কীভাবে মোকাবিলা করে দেখা যাক।
অ্যাটলেটিকো মাদ্রিদ লা লিগায় মোটামুটি ভালো অবস্থানে থাকলেও চ্যাম্পিয়নস লিগে আছে টেবিলের ১৯ নম্বরে। তিন ম্যাচের দুটিতেই হেরেছে ডিয়েগো সিমিওনের দল। সেন্ট গিলোইসের বিপক্ষে তাদের জয় পাওয়া কঠিন হবে না। তাদের সামনে সুযোগ ওপরে ওঠার। জুভেন্টাস, টটেনহাম ও মোনাকোর সামনেও রয়েছে জয়ের সুযোগ। এবার লড়াইয়ের অপেক্ষা।

লা লিগায় চলতি মৌসুমে উড়ছে রিয়াল মাদ্রিদ। সবশেষ ম্যাচেও জয় পাওয়া মাদ্রিদের দলটি এবার মাঠে নামছে চ্যাম্পিয়নস লিগের লড়াইয়ে। ইউরোপ সেরার লড়াইয়ে একই রাতে মাঠে নামছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ, প্রিমিয়ার লিগের লিভারপুল, টটেনহাম এবং ইউরোপ সেরার মুকুট জয়ী প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। হাইভোল্টেজ ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ লিভারপুল। ম্যাচটি মাঠ গড়াবে আজ রাত ২টায়। একই সময়ে মাঠে নামছে পিএসজি-বায়ার্ন মিউনিখ, অ্যাটলেটিকো মাদ্রিদ-সেন্ট গিলোইস, জুভেন্টাস-স্পোর্টিং সিপি, বোদো-মোনাকো এবং টটেনহাম-কোপেনহেগেন।
রিয়াল মাদ্রিদ চলতি মৌসুমে লা লিগায় উড়ন্ত ফর্মে আছে। চ্যাম্পিয়নস লিগেও টানা তিন ম্যাচে তিন জয় তুলে নিয়ে অপরাজিত আছে তারা। লিভারপুলের মুখোমুখি হওয়ার আগে তাই চাঙা হয়েই মাঠে নামবেন কিলিয়ান এমবাপ্পেরা। এদিকে লিভারপুল প্রিমিয়ার লিগে টানা চার হারের পর শেষ ম্যাচে জয়ের দেখা পেয়েছে। এই জয়ে আত্মবিশ্বাস ফিরে পেলেও রিয়ালের বিপক্ষে তাদের পক্ষে বাজি ধরার লোক নেই। ইউরোপ সেরার মঞ্চে তিন ম্যাচে ২ জয়ে তারা আছে পয়েন্ট তালিকার দশে। লড়াইয়ে কেমন করে সেটাই দেখার।
জার্মান জায়ান্ট পিএসজির সঙ্গে বায়ার্নের লড়াইও হবে জমজমাট। বুন্দেসলিগায় এখন অবধি অপরাজিত বায়ার্ন ফুরফুরে মেজাজেই ইউরোপ সেরাদের মুখোমুখি হবে। চ্যাম্পিয়নস লিগেও টানা তিন জয়ে টেবিলে দুইয়ে আছে তারা। গোল ব্যবধানে এগিয়ে তাদের ওপরেই পিএসজি। এদিকে পিএসজিও ঘরোয়া লিগে আছে শীর্ষে। দুই লিগের দুই শীর্ষ দলের লড়াইয়ে পরিবর্তন আসবে টেবিলের। যেখানে বায়ার্নের সামনেই বরং ভালো সুযোগ শীর্ষে ওঠার। তবে ইউরোপে সেরাদের চ্যালেঞ্জ তারা কীভাবে মোকাবিলা করে দেখা যাক।
অ্যাটলেটিকো মাদ্রিদ লা লিগায় মোটামুটি ভালো অবস্থানে থাকলেও চ্যাম্পিয়নস লিগে আছে টেবিলের ১৯ নম্বরে। তিন ম্যাচের দুটিতেই হেরেছে ডিয়েগো সিমিওনের দল। সেন্ট গিলোইসের বিপক্ষে তাদের জয় পাওয়া কঠিন হবে না। তাদের সামনে সুযোগ ওপরে ওঠার। জুভেন্টাস, টটেনহাম ও মোনাকোর সামনেও রয়েছে জয়ের সুযোগ। এবার লড়াইয়ের অপেক্ষা।

নারী ক্রিকেটারদের বেতন বাড়িয়েছে বিসিবি। গতকাল বোর্ডের পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে বাংলাদেশ দলের সময়টা মোটেও ভালো কাটছে না। মিডল কিংবা টপ- কোন জায়গাতেই ব্যাটাররা পাচ্ছেন না সাফল্য। ফলে জাতীয় দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্বে থাকা সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ভূমিকা নিয়ে হচ্ছিল সমালোচনা।
৫ ঘণ্টা আগে
অনিশ্চয়তার ঘোর অমানিশা তৈরি হয়েছে ঢাকার ক্রিকেট নিয়ে। নতুন বোর্ড দায়িত্ব নিয়ে ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট দিয়ে ঘরোয়া লিগ শুরুর উদ্যোগ নেয় বিসিবি। তবে ক্লাবগুলোর এক সিদ্ধান্তে সেই উদ্যোগ এবার মুখ থুবড়ে পড়ার মতো পরিস্থিতিতে।
১৩ ঘণ্টা আগে