সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটে অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, একাডেমিক কার্যক্রম বন্ধ

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১৪: ৪৭

একাধিক প্রতিষ্ঠানে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের নবনিযুক্ত অধ্যক্ষ মো. সোহরাব হোসেনকে পদায়নের প্রতিবাদে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা মেরে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা জানান, অনিয়মে অভিযুক্ত ব্যক্তিকে দায়িত্ব দেওয়া প্রতিষ্ঠানের মর্যাদার জন্য হুমকি। তারা অভিযুক্ত অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে তার পদায়ন আদেশ বাতিলের দাবি জানাচ্ছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ইনস্টিটিউটের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলে থাকবে।

শিক্ষার্থী আপন মিয়া বলেন, আমাদের ইনস্টিটিউটে দুর্নীতিবাজ কারও স্থান নেই। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, কিন্তু দাবি না মানলে আন্দোলনের ধরন পরিবর্তন হবে।

রেজাউল হক লিটন বলেন, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তাকে দায়িত্ব দিলে প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হবে। আমরা এমন অধ্যক্ষকে চাই না।

এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষার্থী আমিন উদ্দিন ,তাওহিদুল হাসান তামিম, অপূর্ব চৌধুরী, নাসিমুল হক নাসিম, হাফিজুর রহমান, মাহদি হাসান, জিন্নাতুল হক আকাশ ও মসহিন খানসহ অনেকে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত