ফররুখ উৎসব চলছে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১৪: ৫৭

ইসলামী রেঁনেসার কবি ফররুখ আহমেদ মুসলমানদের স্বকীয় সাহিত্য ও সংস্কৃতি বিনির্মাণের অগ্রপথিক। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইন্সটিটিউট এবং আমার দেশ পাঠকমেলা তার স্মরণে ঘোষণা করেছে ফররুখ সাপ্তাহ। এখন ফররুখ সপ্তাহে ফররুখ ছড়া উৎসব চলছে।

রাজধানীর কারওয়ান বাজারে আমার দেশ অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘ফররুখ আহমদ: জীবন ও কর্মবিষয়ক আলোচনা সভা ও মুসলিম রেনেসাঁর কবিতাপাঠ’।

বিজ্ঞাপন

প্রতিযোগীরা ভিডিওতে ছড়া রেকর্ড করে পাঠাচ্ছেন। এটি চলছে ২১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত। প্রথম পুরস্কার ১৫শ টাকা সমমূল্যের বই, দ্বিতীয় পুরষ্কার ১ হাজার টাকা সমমূল্যের বই এবং তৃতীয় পুরস্কার ৫শ টাকা সমমূল্যের বই।

পাঠকমেলার উদ্যোগে ২৭ অক্টোবর অনুষ্ঠিত হয় এক দারুণ আয়োজন—মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদকে নিয়ে বিশেষ আলোচনা সভা।

তততত

আলোচক ছিলেন শায়েখ মুসা আল হাফিজ। বিকাল ৩টায় শুরু হওয়া এই আয়োজনের যৌথ উদ্যোগে ছিল ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইনস্টিটিউট এবং আমার দেশ পাঠকমেলা।

এই আলোচনায় অংশগ্রহণ করেছেন আমার দেশ-এর সাহিত্য সম্পাদক মুহিব মাহফুজ, পাঠকমেলার উপদেষ্টা শাহাদাত ইউসুফ এবং কবি ও চিন্তক শায়েখ মুসা আল হাফিজ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত