বাকৃবিতে হামলা ও হল বন্ধের প্রতিবাদ ছাত্রশিবিরের

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১: ৫৬
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ০৯
ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর বহিরাগত সন্ত্রাসীদের হামলা, ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবির।

বিজ্ঞাপন

সোমবার এক যৌথ বিবৃতিতে বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু নাছির ত্বহা ও সেক্রেটারি আব্দুল্লাহ আল মঈন নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি, রোববার সন্ধ্যায় ভেটেরিনারি অনুষদ ও পশুপালন অনুষদের শিক্ষার্থীদের কম্বাইন্ড ডিগ্রির দাবিতে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ওপর বহিরাগত সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে। এমনকি বহিরাগতদের আক্রমণ থেকে রক্ষা পেতে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে আশ্রয় নেওয়া শিক্ষার্থীদের ওপরও হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এ ঘটনায় নারী শিক্ষার্থী হেনস্তাসহ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকে গুরুতর অবস্থায় ময়মনসিংহের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নেতৃবৃন্দ আরও বলেন, শিক্ষার্থীদের জান-মাল রক্ষা করা এবং শিক্ষার নিরাপদ পরিবেশ বজায় রাখা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রধান দায়িত্ব। স্বায়ত্তশাসিত একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা প্রশাসনিক ব্যর্থতা ও শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার চরম বহিঃপ্রকাশ। বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ ও শিক্ষার্থীদের ওপর হামলার সুযোগ সৃষ্টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য অশনি সংকেত। ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ একটি অযৌক্তিক ও অমানবিক পদক্ষেপ, যা কোনোভাবেই কাম্য নয়।

নেতৃবৃন্দ চলমান সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে অবিলম্বে ক্যাম্পাস খুলে দেয়ার জন্য সংশ্লিষ্টদের দাবি জানানো হয়। একই সঙ্গে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা, আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণ দেয়ার দাবিও জানান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত