আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সেতুর দাবিতে দুই উপজেলার হাজারো মানুষের মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)
সেতুর দাবিতে দুই উপজেলার হাজারো মানুষের মানববন্ধন

সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে গফরগাঁও এবং ভালুকা উপজেলার হাজারো মানুষ। বৃহস্পতিবার বিকালে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন দুই উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিজ্ঞাপন

‘আমাদের স্বপ্ন আমাদের সেতু’ এই স্লোগান নিয়ে মুখী শাহ মিসকিন বাজারঘাট এলাকায় সেতু নির্মাণের দাবিতে আয়োজিত মানববন্ধনের অংশ নেন গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের মুখী ও বেলাব ও ভালুকা বিরুনিয়া ইউনিয়নের শিক্ষক, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।।

স্থানীয়রা জানায়, সুতিয়া নদীর এপারে গফরগাঁও এবং ওপারে ভালুকা উপজেলার হাজার হাজার মানুষ একটি সেতুর অভাবে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। দুই পাড়ে রয়েছে প্রসিদ্ধ বাজার, শিক্ষা প্রতিষ্ঠান এবং শাহ মিসকিন মাজার। ওপারে ভালুকার বিরুনিয়া বাজার একটি প্রাচীন ব্যবসা কেন্দ্র। রয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। এপারে রয়েছে গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের মুখী শাহ মিসকিন মাজার, প্রসিদ্ধ বাজর ও শিক্ষা প্রতিষ্ঠান।

খেয়া নৌকায় পারাপার করতে গিয়ে ভোগান্তি আর দুর্ঘটনার শঙ্কা বাড়ছে। শুকনো মৌসুমে নড়বড়ে বাঁশের সাঁকো একমাত্র ভরসা। দুই পাড়ের মানুষ যুগের পর যুগ অপেক্ষায় আছে কবে তাদের স্বপ্নের সেতু হবে।

এই সেতুর দাবিতে এবার দুই উপজেলার মানুষ রাস্তায় নেমে দাবি আদায়ে মানববন্ধন করছেন। আয়োজকরা জানান, প্রাথমিকভাবে শান্তিপূর্ণ মানববন্ধন করে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেবেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন মুখী ও বেলাব এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সোহাগ মিয়া, শিক্ষক নোমান আহমেদ রিয়াদ, সমাজসেবক মো. শফিক, শিক্ষার্থী হোসনে আরা প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

৩০০ কোটি টাকা বাজেটে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন ভারতে

তালাকের পর আবার বিয়ে, যে ব্যাখ্যা দিলেন আবু ত্বহার স্ত্রী সাবিকুন নাহার

আমিরুলের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ

এলাকার খবর
খুঁজুন