কটিয়াদীতে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০৯: ২০

কিশোরগঞ্জের কটিয়াদীতে সাড়ে ২৫ কেজি গাজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের হামিদ মিয়ার ছেলে মো. রাশেদ খান (২১), একই এলাকার সেলিম মিয়ার ছেলে জাকির মিয়া (২০)।

জানা যায়, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন মাদক কারবারি একটি যাত্রীবাহী বাসে গাঁজা নিয়ে বিক্রির জন্য ব্রাহ্মণবাড়িয়া থেকে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতে যাচ্ছেন।

এই খবরে রবিবার রাতে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দড়ি চরিয়াকোনা এলাকায় চেকপোস্ট বসিয়ে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে তল্লাশি শুরু করেন র‌্যাব সদস্যরা। এ সময় দুই মাদক কারবারিকে বাস থেকে ডিমের বাক্সভর্তি গাঁজাসহ আটক করা হয়। তাদের সঙ্গে থাকা দুটি অ্যান্ড্রয়েড মোবাইল সেটও এ সময় জব্দ করা হয়। জব্দ করা গাজার পরিমাপ ২৫ কেজি ৪০০ গ্রাম, যার বাজার মূল্য ৭ লাখ ৬২ হাজার টাকা।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কিশোরগঞ্জের বিভিন্ন ব্যক্তিকে সরবরাহ করতেন তারা। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কটিয়াদী থানায় গতকাল মামলা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত