অটোরিকশা ছিনতাই ও চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

উপজেলা প্রতিনিধি, (পাকুন্দিয়া) কিশোরগঞ্জ
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১৩: ২৪

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ সদরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পাকুন্দিয়া থানা পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের হিরু শেখ (৪৫) ও কিশোরগঞ্জ সদর উপজেলার আমাটি শিবপুর গ্রামের মো. বিপ্লব (৪৫)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের বাঘপাড়া গ্রামের মো. সুলতান মিয়া পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। ৩ আগস্ট সকাল ৭টায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। ওই দিন অচেনা কিছু লোক নেশা জাতীয় কিছু খাইয়ে তাকে অচেতন করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। পরে উপজেলা জামে মসজিদ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে স্থানীয় প্রশাসন। খবর পেয়ে সুলতানের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পরদিন দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সুলতান মিয়া মারা যান।

এ ঘটনায় ৮ আগস্ট নিহতের স্ত্রী মোছা. মিনা বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলসহ আশপাশের সিসি ক্যামেরা পর্যালোচনা ও তথ্য-প্রযুক্তির সহায়তায় কিশোরগঞ্জ সদরের উজানভাটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অটোরিকশা বিক্রির নগদ ১৮ হাজার টাকা এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার ও ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত