সাংবাদিককে হাত-পা কেটে হত্যার হুমকি আ.লীগ নেতার

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২০: ৫৩
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২০: ৫৭

নেত্রকোনার মদনে আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি নিজাম তালুকদারকে হাত-পা কেটে হত্যা করার হুমকি দিয়েছেন আওয়ামী লীগ নেতা সেলিম মিয়া।

সোমবার দুপুরে মোবাইল ফোনে তিনি এ হুমকি দেন। ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক রাতে মদন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিজ্ঞাপন

ভুক্তভোগীর পরিবার ও জিডি সূত্রে জানা গেছে, ২৪-এর বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় মাঘান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্যা মিয়াকে আসামি করে স্থানীয় শিক্ষার্থী মেহেদি হাসান নবাব মামলা করেন। বিদ্যা মিয়া নরসিংদীর এডিসি এরশাদ মিয়ার পিতা। হুমকিদাতা সেলিম মিয়ার সঙ্গে বিদ্যা মিয়ার আত্মীয়তার সম্পর্ক রয়েছে।

ঘটনাটি নিয়ে আমার দেশ পত্রিকায় ‘ইউএনও ছেলের দাপটে কবরস্থান দখলের পাঁয়তারা আওয়ামী নেতার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে ক্ষুব্ধ হন সেলিম। এরপর সোমবার দুপুরে তিনি ফোন করে সাংবাদিক নিজাম তালুকদারকে হাত-পা কেটে মেরে ফেলার হুমকি দেন। এ ঘটনায় নিজাম তালুকদার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মদন থানায় জিডি করতে গেলে এসআই খুরশেদ আলম বিষয়টি সম্পর্কে অবগত থাকার কথা জানান। তবে দায়িত্বপ্রাপ্ত ওসি প্রথমে জিডি নিতে গড়িমসি করেন এবং সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে একাধিকবার ফোন করেও আওয়ামী লীগ নেতা সেলিম মিয়াকে পাওয়া যায়নি।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত