আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

উপজেলা প্রতিনিধি, (পাকুন্দিয়া) কিশোরগঞ্জ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অন্তর্ভুক্ত করার দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সংবাদ সম্মেলন করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে পাকুন্দিয়া প্রেসক্লাবে এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন ও সমন্বয় পরিষদ, পাকুন্দিয়া উপজেলা শাখা।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল জব্বার সুমন।

এ সময় জেলা শাখার সভাপতি এটিএম খলিলুল্লাহ শাকিল, পাকুন্দিয়া সমন্বয় পরিষদের সভাপতি আবদুল হাই মাস্টার, সাধারণ সম্পাদক আবদুল আহাদ বাচ্চু, কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার নয়নসহ উপজেলার ৮২টি কিন্ডার গার্টেনের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

কিন্ডার গার্টেন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীর কথা বিবেচনা করে মানবিক কারণে সরকার যাতে এসব প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে সেজন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের প্রতি দাবি জানান শিক্ষকেরা। পরে তারা একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন