পাওনা টাকা আদায়ে অপহরণ: র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৭

ময়মনসিংহ অফিস
প্রকাশ : ০১ জুন ২০২৫, ২০: ১৪

পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে অপহরণের অভিনব কৌশল অবলম্বন করেছে একটি সংঘবদ্ধ চক্র। রাজধানীর মগবাজার থেকে এক যুবককে অপহরণ করে ময়মনসিংহে নিয়ে যাওয়ার পথে র‌্যাব-১৪-এর অভিযানে তাকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

র‌্যাব-১৪-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মো. কামরুল হাসান (৩২) নামের এক যুবককে মগবাজার এলাকা থেকে অপহরণ করে ময়মনসিংহের গৌরীপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। গত শনিবার রাত ১১টায় ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের চুরখাই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করা হয়। একই সঙ্গে মাইক্রোবাসসহ অপহরণকারী চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলো- ময়মনসিংহের গৌরীপুরের মাহমুদনগরের রিফাত হাসান মিন্টু (২৯), পাঠানতুলার আশরাফুল ইসলাম (২৯), মাহমুদনগরের মামুন অর রশিদ (২৪), পশ্চিম দাপুনিয়ার আল-আমিন (৩৫), তাতখোড়া এলাকার মোতালিব (৩৬), ঢাকার হাতিরঝিল মালিবাগ রেলগেট এলাকার আমিন কাজী এবং ফরিদপুরের ভাঙ্গার শিকদারকান্দা এলাকার মিরাজ খাঁ (৫২)।

অভিযানকালে অপহরণে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। ওই গাড়ি থেকে বাংলাদেশ জাতীয় সংসদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, ডিবি পুলিশ লেখা স্টিকার উদ্ধার করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত