আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফুলবাড়ীয়ায় বসতবাড়িতে হামলা-ভাঙচুর, নিরাপত্তাহীনতায় পরিবার

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়িয়া (ময়মনসিংহ)
ফুলবাড়ীয়ায় বসতবাড়িতে হামলা-ভাঙচুর, নিরাপত্তাহীনতায় পরিবার

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার চৌদার খালপাড় এলাকায় একটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্র হাতে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

রোববার সকাল ৭টার দিকে পূর্বশত্রুতার জেরে প্রতিবেশী মো. শফিকুল ইসলাম (৪০)-এর নেতৃত্বে কিছু লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়।

বিজ্ঞাপন

গণমাধ্যমকে ভুক্তভোগী রাজমিস্ত্রি আব্দুল বারেকের স্ত্রী রাসিদা খাতুন (৪০) জানান, তিনি তার শ্বশুরবাড়ির পৈতৃক ভিটায় টিনের ঘর তৈরি করে পরিবার নিয়ে বসবাস করছেন। হামলাকারীরা বসতঘরের দরজা, জানালা ও কাঠের আলমারি ভাঙচুর করেন।

ভুক্তভোগী পরিবার আরও জানায়, এ সময় তারা আলমারিতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে।

এই ঘটনার পর রাসিদা খাতুন তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

হামলাকারী শফিকুল ইসলাম জানান, জমি নিয়ে চলমান বিরোধের জের ধরেই তারা এই হামলা চালিয়েছেন। তিনি অভিযোগ করেন, “আমরা জমি পাই, কিন্তু তারা সেই জমি দিচ্ছেন না।”

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন