আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তারেক রহমানের সফর ঘিরে সিলেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

সিলেট ব্যুরো

তারেক রহমানের সফর ঘিরে সিলেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আসন্ন সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার বৃহস্পতিবার থেকে শুরু হবে। প্রথম দিন সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণের (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর সিলেটে আসবেন তারেক রহমান। এখানে রাতযাপনের পর বৃহস্পতিবার দুই ওলির মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করবেন তিনি।

বিজ্ঞাপন

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, বৃহস্পতিবার তারেক রহমান সিলেট থেকে নির্বাচনি প্রচার শুরু করবেন। বিএনপির রীতি অনুযায়ী, দুই ওলির মাজার জিয়ারত শেষে সরকারি আলিয়া মাদরাসা মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আলিয়া মাঠে জনসভা উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তারেক রহমানের সফর ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সঙ্গে বৈঠকও করেছেন বিএনপি নেতৃবৃন্দ।

সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এটি মূলত বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি। সিলেট মহানগর এলাকার কর্মসূচির কারণে এর যথাযথ নিরাপত্তা দেওয়াও আমাদের দায়িত্ব।

তিনি আরো বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে সব ভেন্যুতে যাবেন, চলাচলের পথে নিরাপত্তা দেওয়া হবে। পোশাকি পুলিশ ছাড়াও সাদা পোশাকের পুলিশ থাকবে। অন্যান্য রাজনৈতিক দলও অনুরূপ নিরাপত্তা পাবে বলে জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন