আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মুদি ব্যবসায়ীকে নিজ দোকানে গলা কেটে হত্যা

উপজেলা প্রতিনিধি, মোহনগঞ্জ (নেত্রকোনা)

মুদি ব্যবসায়ীকে নিজ দোকানে গলা কেটে হত্যা

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানা রোডে বসুন্ধরা মোড়ে নারায়ণ চন্দ্র পাল ৪০ নামে এক মুদি ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

সোমবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে তার মুদি দোকান নারায়ণ স্টোরের ভেতরে তাকে গলা কেটে হত্যা করা হয়। তার দুই হাত ও পেটেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

খবর পেয়ে মোহনগঞ্জ থানা পুলিশ নিহতের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নারায়ণ পাল থানার পেছনে রাউৎপাড়া এলাকার নিরো চন্দ্র পালের ছেলে। এ ঘটনায় রাতেই নেত্রকোনার ডিভিশনাল এসপি সজল কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের স্ত্রী লিপি রানী পাল জানান, রাত ১১টার পরে খবর পেয়ে দুই ছেলে অভিজিৎ পাল ও অভিষেক পালকে নিয়ে দোকানে যান। সেখানে গিয়ে দেখেন নারায়ণকে কে বা কারা দোকানের ভেতরেই গলা কেটে হত্যা করেছে।

লিপি আরো বলেন, নারায়ণের কোনো শত্রু ছিল না। তবে তিনি বাকিতে জিনিসপত্র বিক্রি করতেন না। এ নিয়ে কিছু বাজে মানুষের তার প্রতি ক্ষোভ ছিল। লিপি তার স্বামীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

প্রতিবেশী বিমল পাল ও রিকশাচালক জুয়েল জানান, রাত ১১টায় বিড়ি কিনতে দোকানে গিয়ে ডাক দেন। পরে সাড়া না পেলে ৪/৫ জন লোক দোকানের ভেতরে গিয়ে দেখেন নারায়ণের গলা কাটা রক্তাক্ত লাশ পড়ে আছে। পরে চিৎকার দিলে আশপাশের ব্যবসায়ীরা এসে পুলিশে খবর দেন।

মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম পিপিএম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হবে। আশপাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন